News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-11-05, 9:07pm

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

unnamed-1-a90b5777071265fbff6c361cf0b751aa1762355279.jpg



আজকের প্রভাত ডেস্ক:  আলোচিত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার পৈত্রিক নিবাসে মঙ্গলবার রাতে দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে পালিয়ে যায়।

আজ (বুধবার) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়ার করে উক্ত তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্যারিসে বসবাসরত এই অ্যাক্টিভিস্ট।

তিনি লিখেছেন, “আমার বগুড়ার বাড়ির সামনের দরজায় গতকাল রাতে প্রায় দু'টায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দেয়। আপনারাই বলুন, আমার বাড়িতে  বগুড়া শহরে  এ ধরনের দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এটা করেনি। বাড়িতে আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নেই। তিনি আরও বলেছেন, এরা রাজনীতি করতে এসেছে। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তার অনুরোধ করছি। এবং এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। যারা করেছে, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না।

সিসিটিভির ফুটেজে দেখা যায় দুই যুবক বাড়ির এক জায়গায় আগুন লাগিয়ে চলে যাচ্ছে। তাদের আটক ও ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।