News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-11-06, 2:35pm

সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781762418127.jpg


এস এম খুররম আজাদ: জামালপুরের সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে “পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলম শরিফ খান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, পাট অধিদপ্তরের পরিদর্শক আওরংগযেব ও আব্দুল জলিল।

প্রশিক্ষণে অংশ নেওয়া চাষিদের পাটবীজের গুণগত মান উন্নয়ন, রোগবালাই দমন, মাঠ ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধির আধুনিক কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত।

অংশগ্রহণকারী চাষিরা জানান, এই প্রশিক্ষণ তাদের আধুনিক পদ্ধতিতে মানসম্মত পাটবীজ উৎপাদনে অনুপ্রাণিত করবে এবং পাটচাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।