News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-11-09, 11:46pm

হাবিপ্রবিতে বিপ্লব ও সংহতি দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা

1000013636-2db9cd7058306bb88a91cd9dbca36fd41762710380.jpg


মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিপ্লব ও সংহতি দিবস -২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে প্রকাশিত প্রবন্ধ "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর শিক্ষা দর্শন: প্রেক্ষিত ৭ নভেম্বর" এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাবিপ্রবি ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান। উক্ত প্রবন্ধে ৭ই নভেম্বরের প্রেক্ষাপট এবং রাজনৈতিক গুরুত্ব, শিক্ষা দর্শন, শিক্ষা সংস্কার,গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শিক্ষা দর্শন এবং শিক্ষা সংস্কারের বিশ্লেষণ, শিক্ষা সংস্কারে চ্যালেঞ্জ এবং বাঁধা ও শহীদ জিয়াউর রহমানের শিক্ষা সংস্কারের প্রভাব এই বিষয়গুলো স্থান পেয়েছে। 

আজ রবিবার (৯ নভেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত ই খুদা একাডেমিক ভবনে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)  হাবিপ্রবি শাখার আয়োজনে  উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) হাবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ হাবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, জিয়া পরিষদ হাবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জিয়া পরিষদ হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর নওশের ওয়ান। 

হাবিপ্রবি ইউট্যাব শাখার সাংগঠনিক সম্পাদক এবং হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড.  মো. মহিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনায় আরো অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের মো. রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখার আহ্বায়ক পলাশ বার্নাড দাস, যুগ্ম  আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক এহসানুল কবির অর্নব, সদস্য আলমগীর হোসেন সাগর, কর্মচারী পরিষদের মো. সাইফুল ইসলামসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।