
মো: আব্দুস ছলিম, বাজিতপুর প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এদিন আরও ৩৫টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
শেখ মুজিবুর রহমান ইকবাল বর্তমানে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ অঞ্চলে দলের সাংগঠনিক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছেন এবং একাধিকবার রাজনৈতিক হামলা ও মামলার শিকার হয়েছেন।
বাজিতপুর উপজেলা ও নিকলী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে বাজিতপুর উপজেলায় ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৯০ জন এবং নিকলীতে ১ লাখ ১৬ হাজার ৬৭৭ জন।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহউদ্দীপনা দেখা গেছে। অনেকেই আনন্দ মিছিলের বদলে দোয়া মাহফিলের আয়োজন করছেন।
বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “ইকবাল ভাই আমাদের আন্দোলনের প্রতীক। দলের দুঃসময়ে তিনি যেমন পাশে ছিলেন, তেমনি আজও মাঠে আছেন। তাঁর নেতৃত্বে আমরা এই আসনে আবারো বিএনপিকে বিজয়ী দেখতে চাই।”
উপজেলা যুবদলের আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর বলেন, “দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শেখ মুজিবুর রহমান ইকবাল একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি তৃণমূলের ভালোবাসা অর্জন করেছেন। আমরা সবাই একযোগে কাজ করে এই আসনে বিএনপির জয় নিশ্চিত করব।”
উপজেলা বিএনপি'র নীতি-নির্ধারকগণ আনন্দ মিছিল ও আতশবাজি না করতে নেতা কর্মীদেরকে অনুরোধ করেছেন। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, ইকবালের প্রার্থিতা ঘোষণার পর বিএনপির মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা নির্বাচনী লড়াইয়ে দলকে আরও শক্তিশালী করবে।