News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-12-19, 8:24pm

ঘিওরে কলেজ ছাত্রের আত্মহত্যা

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781766154260.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলা চর ঘিওর পূর্বপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে জিহাদ (১৮) তার নিজ বাড়ির ঘরের রোয়ার সাথে শুক্রবার দুপুর দেড়টার   দিকে গলায় ফঁাসি দিয়ে আত্মহত্যা করেছে। সে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

 জানা গেছে, জিহাদ তার নিজ বাড়ির  দুয়ারী চৌচালা টিনের ঘরের বারান্দার  কক্ষে কাঠের রুয়ার সাথে  ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন ।পরিবারের লোকজন ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।