
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলা চর ঘিওর পূর্বপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে জিহাদ (১৮) তার নিজ বাড়ির ঘরের রোয়ার সাথে শুক্রবার দুপুর দেড়টার দিকে গলায় ফঁাসি দিয়ে আত্মহত্যা করেছে। সে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, জিহাদ তার নিজ বাড়ির দুয়ারী চৌচালা টিনের ঘরের বারান্দার কক্ষে কাঠের রুয়ার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন ।পরিবারের লোকজন ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।