News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-12-21, 8:44pm

অবশেষে পাবনা-১ থেকে বিএনপির মনোনয়ন পেলেন ভিপি শামসুর রহমান

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781766328290.jpg


ওমর ফারুক: বেড়া- সাঁথিয়া নিয়ে গঠিত ৬৮ পাবনা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ভিপি শামসুর রহমান। প্রাথমিকভাবে তাকে মনোনয়ন দেওয়া বিষয়ে আলোচনা থাকলেও একই আসনে বিএনপির আরও কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিষয়টি নিয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা ও পর্যালোচনার পর শেষ পর্যন্ত ভিপি শামসুর রহমানের নামেই চূড়ান্ত সিদ্ধান্ত বহাল রাখে বিএনপির হাইকমান্ড। চূড়ান্ত মনোনয়নের খবরে এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এ মনোনয়নকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের জন্য ইতিবাচক ও শক্ত বার্তা হিসেবে দেখছেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ভিপি শামসুর রহমান  বলেন, আমি বিএনপির সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাই। আমাদের লক্ষ্য একটাই বিজয় অর্জন।

তিনি অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় ঐক্য বজায় রেখে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই এলাকায় গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ভিপি শামসুর রহমান বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। 

এর আগে, গত কয়েকদিন ধরে হাট-বাজার-চায়ের দোকানে মানুষের মুখে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ছিল- কে পাচ্ছেন পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন।