News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2026-01-03, 8:29pm

মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781767450569.jpg


নিজস্ব প্রতিবেদক : মানবাধিকার রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মো: আসিকুর রহমান নাদিম।

চলচ্চিত্র অঙ্গনে সৃজনশীল ও সফল কর্মকাণ্ডের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে তাঁর ধারাবাহিক উদ্যোগ ও নিষ্ঠার জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়। গত বুধবার বিকেল ৫টায়, রাজধানীর বিজয়নগরে অবস্থিত হোটেল অরনেট (থ্রি-স্টার)-এ আয়োজিত এক বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মানজনক পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গন, সংস্কৃতি জগত, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের অনুভূতি প্রকাশ করে মো: আসিকুর রহমান নাদিম বলেন,এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। মানবাধিকার ও শান্তির পক্ষে কাজ করার ক্ষেত্রে এটি আমাকে নতুন করে অনুপ্রাণিত করবে।

তিনি এ সময় সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে ও মো: আসিকুর রহমান নাদিম রেখেছেন প্রশংসনীয় অবদান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— মায়ের হাতের বালা, খুনি শিকদার, ব্যাডসান, বাংলা ভাইসহ আরও বহু জনপ্রিয় চলচ্চিত্র। এ ছাড়া তিনি ‘স্পট ডেট’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। পারিবারিকভাবে প্রযোজিত তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— সময় কথা বলে, বাংলার মা, কসম বাংলার মাটি, রাজা, ডাকুরানী, মার্ডার, লাকী সেভেন, মধুর মিলন ও দস্যু।

তিনি নাদিম ফিল্মস, লিটন ফিল্মস, টিটু ফিল্মস ও মনোয়ারা ফিল্মস—এই চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় ও প্রযোজনায় দর্শকমহলে তিনি ইতোমধ্যেই সুপরিচিত একটি নাম। এই সম্মাননা প্রাপ্তিতে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, সংস্কৃতিকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য ভক্ত-অনুরাগী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। মানবিকতা ও ইতিবাচক চেতনায় সমাজকে আলোকিত করার এই প্রয়াসে মো: আসিকুর রহমান নাদিমের অবদানকে সবাই সাধুবাদ জানিয়েছেন।