News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2026-01-12, 10:39pm

গুচ্ছভুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়

1-c4ca4238a0b923820dcc509a6f75849b1768235992.jpg


ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভর্তিচ্ছুদের জন্য পুনরায় আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন লাভ করেছে। এরই ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি গুচ্ছে অন্তর্ভুক্ত হয়। ফলে বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২০টি।

এ অবস্থায় নওগাঁ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শর্তসাপেক্ষে গুচ্ছের ভর্তি পরীক্ষায় পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায় (১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত)-এ আবেদনকারী সকল শিক্ষার্থী গুচ্ছভুক্ত মোট ২০টি বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তির জন্য বিবেচিত হবেন। তবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী যেকোনো একটি কেন্দ্র নির্বাচন করতে হবে। এছাড়া প্রথম পর্যায়ে আবেদনকারীদের ক্ষেত্রে এ পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বরিশাল বিশ্ববিদ্যালয়; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ; ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ; নেত্রকোণা বিশ্ববিদ্যালয়; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে gstadmission.ac.bd ওয়েবসাইটে।