বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ রাকা বিশ্বাস। ইতোমধ্যে কয়েকটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘প্রেমাচল’ নামে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন রাকা। এফ আই শাহীন পরিচালিত এ সিনেমায় রাকার বিপরীতে অভিনয় করছেন নবাগত শায়ের আজিজ।
এ প্রসঙ্গে রাকা বিশ্বাস বলেন, ‘রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রেমাচল’ সিনেমাটি। প্রথম লটের কাজ শেষ করেছি। দ্বিতীয় লটের কাজ ২২ ডিসেম্বর শুরু হবে। আর এই লটের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হবে। খুব যতœসহকারে কাজটি করছি। আশা করি, কাজটি দর্শকদের মুগ্ধ করবে।’’ দি রেইন পিকচার্স প্রযোজিত এ সিনেমায় মোট পাঁচটি গান থাকবে।
রাকা বিশ্বাস বর্তমানে ‘প্রেমের কেন ফাঁসি’ নামে সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রাকা রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স পড়ছেন। অভিনয়ের পাশাপাশি তিনি কৃতিত্বের সঙ্গে লেখাপড়াটাও চালিয়ে যেতে চান।