আজকের প্রভাত প্রতিবেদক : গ্রাহকদের জন্য সম্প্রতি একটি আকর্ষণীয় ইন্টারনেট অফার এনেছে বন্ধুদের #১ নাম্বার নেটওয়ার্ক, এয়ারটেল। মাত্র ৫ টাকা রিচার্জে এয়ারটেল গ্রাহকরা তাদের কেনা বর্তমান ডেটা দ্বিগুণ করার সুযোগ পাবেন।
৫ টাকা বুস্টার রিচার্জের মাধ্যমে এয়াটরটেল গ্রাহকরা তাদের কেনা ৭ দিন মেয়াদী ৫১২এমবি বা ১.৫জিবি বা ২.৫জিবি ডেটাকে দ্বিগুণ করতে পারবেন। এছাড়া যে গ্রাহকরা ২৮ দিন মেয়াদী ১.৫জিবি ও ৪জিবি ডেটা কিনেছেন তাদের জন্যও থাকছে এ সুযোগ।
শুধু তাই নয়, ডাবল ইন্টারনেট অফারের পাশাপাশি গ্রাহকরা পাবেন আরো ২জিবি ফোরজি ইন্টারনেট বোনাস। তাই বন্ধুদের ১ নাম্বার নেটওয়ার্ক’র মাধ্যমে যে কেউ এখন আগের চেয়ে অনেক বেশি নন-স্টপ মুভি-মিউজিক স্ট্রিমিং, অনলাইন গেমিং, মাল্টি-পার্টি ভিডিও কলিং উপভোগ করতে পারবেন। দেশজুড়ে যে কোন রিটেইলারদের কাছ থেকে এ সেবাটি নেয়া যাবে। বিস্তারিত bd.airtel.com