শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

জমকালো আয়োজনে গ্লোবাল স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড উদ্বোধন করলো আজিম গ্রুপ

Sumon Chowdhury
এপ্রিল ১৬, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলাদেশ ভিত্তিক বহুজাতিক গার্মেন্টস হোল্ডিং কোম্পানি আজিম গ্রুপ, আজ সোমবার ধামরাইয়ের পারুহালা শৈলাবিলে জমকালো আয়োজনে গ্লোবাল স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি এন্টারপ্রাইজ উদ্বোধন করেছে। এই এন্টারপ্রাইজ উদ্বোধনের মাধ্যমে আজিম গ্রুপ স্টিল শিল্পে তাদের পদযাত্রা শুরু করলো।
বাংলাদেশের গার্মেন্টস শিল্পে আজিম গ্রুপ অন্যতম একটি অগ্রগামী প্রতিষ্ঠান। ইউএসএ, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, রাশিয়া, জাপান, চীন এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটি তৈরি পোশাক রপ্তানি করে আসছে।
বাংলাদেশের ক্রমবর্দ্ধমান শিল্পের দিকে অগ্রসর হতে প্রতিষ্ঠানটি ‘গ্লোবাল স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামে একটি অঙ্গপ্রতিষ্ঠান উদ্বোধন করেছে। গ্লোবাল স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ইতোমধ্যেই ফেব্রিকেশন, ট্রান্সমিশন টাওয়ার ও লাইন হার্ডওয়্যার মেটিরিয়াল্স-এর মেন্যুফেকচারিং এবং গ্যালভানাইজেশন শুরু করেছে। এর পাশাপাশি, রপ্তানির জন্য অন্যান্য স্টিল পণ্য যেমন-অটোমোবাইল্স সম্প্রসারণ এবং উৎপাদনের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাসুম আল বিরুনী এবং আজিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিমসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
মোহাম্মদ ফজলুল আজিম বলেন, আজিম গ্রুপ একটি ওয়ান-ম্যান-ব্যান্ড হিসেবে ১৯৭৫ সালে যাত্রা শুরু করেছিলো এবং বর্তমানে প্রতিষ্ঠানটি ২৮,০০০ এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। গার্মেন্টস শিল্পে আমরা একটি অগ্রগামী প্রতিষ্ঠান, যেটি ৪.৫ মিলিয়নেরও বেশি মানুষের ওপর কাজ করছে। গার্মেন্টস শিল্পে সফলতা অর্জনের পর আমরা এখন বাংলাদেশের স্টিল শিল্পে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ২৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে কমপক্ষে ১০০ কর্মসংস্থান সৃষ্টি করে আমরা গ্লোবাল স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যাত্রা শুরু করেছি যাতে থাকছে- একটি ট্রান্সমিশন টাওয়ার এবং লাইন হার্ডওয়্যার ফেব্রিকেশন, মেন্যুফেকচারিং এবং গ্যালভানাইজিং ফ্যাক্টরি। যেভাবে আমরা পোশাক শিল্পে সাফলতা অর্জন করেছি, আমরা স্টিল শিল্পেও সেই ধারাবাহিকতা বজায় রাখার আশা করি।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial