ক্রীড়া প্রতিবেদক : সপ্তম ইনডেক্স অনূর্ধ্ব-১০ মিনি রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে আলী আহম্মদ স্কুল এন্ড কলেজ। সোমবার বিকেলে হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে আলী আহম্মদ স্কুল এন্ড কলেজ ০৫-০০ পয়েন্টে সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রানার্স আপ হয় সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজে। এছাড়া কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজ ১০-০০ পয়েন্টে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে তৃতীয় হয়।
উল্লেখ্য, এবারের মিনি রাগবিতে ১১টি স্কুল দল অংশগ্রহণ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।