ঢাকাTuesday , 11 December 2018
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল থেকে শুরু বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট

Sumon Chowdhury
December 11, 2018 4:03 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে প্রথম বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট। নৌবাহিনীর সদরদপ্তর স্কোয়াশ কমপ্লেক্স ও গুলশান ক্লাবে ৭দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার দুপুরে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল, সদস্য হেদায়েতউল্লাহ খান তুর্কী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফসহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই ওয়ালটন বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট ছয়টি বিভাগে অনুষ্ঠিত হবে। সেগুলো হল প্রিমিয়ার বিভাগ, ‘এ’ বিভাগ, ‘বি’ বিভাগ, অনূর্ধ্ব-১৭, মহিলা বিভাগ ও মাস্টার্স বিভাগ (উর্ধ্ব-৪৫)। এর মধ্যে কেবল প্রিমিয়ার বিভাগে ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। অন্যান্য বিভাগে ট্রফি ও মেডেল দেওয়া হবে। প্রিমিয়ার বিভাগে দেশসেরা ১০ থেকে ১২ জন খেলোয়াড় অংশ নিবে। সব মিলিয়ে ছয়টি বিভাগে ১০০ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial