ঢাকাSunday , 18 August 2019
আজকের সর্বশেষ সবখবর

কোরিয়ায় কাশ্মীর সমর্থকদের তোপের মুখে বিজেপি নেত্রী

editor
August 18, 2019 1:05 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার সিউলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কাশ্মীর সমর্থকদের স্লোগানের প্রতিবাদ জানিয়ে তোপের মুখে পড়েছেন বিজেপি নেত্রী সাজিয়া ইলমি। খবর এনডিটিভির।
শুক্রবারের এ ঘটনার পর তিনি বলেন, একজন ভারতীয় হিসেবে অপমানিত হলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।
দিল্লিতে সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, আমি এবং আরও দু’জন নেতা সিওলে গিয়েছিলাম গ্লোবাল সিটিজেন ফোরামের প্রতিনিধি হিসেবে ইউনাইটেড পিস ফেডারেশন কনফারেন্সে যোগ দিতে।
সমাবেশের শেষে আমরা ভারতীয় দূতাবাসে যাই আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে। সেখান থেকে ফেরার পথেই এ বিক্ষোভ দেখতে পাই।
সাজিয়া বলেন, হোটেলে ফেরার পথে আমরা দেখতে পাই, পাকিস্তানের পতাকা হাতে একদল লোক রাস্তায় জমায়েত হয়ে ভারত ও মোদির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। অনেক মানুষ ভিড় করে তাদের দেখছে। আমাদের মনে হয়েছিল, এটা আমাদের কর্তব্য তাদের গিয়ে এটা বলা যে- তারা যেন আমাদের দেশ বা আমাদের প্রধানমন্ত্রীকে অপমান না করে। ৩৭০ ধারা বাতিল যা তোমাদের সমস্যা, সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তোমাদের এ নিয়ে কিছুই করার নেই।
এএনআই যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, একদল মানুষ সিওলের মাটিতে দাঁড়িয়ে দেশ ও দেশের প্রধানমন্ত্রীর নামে স্লোগান দিচ্ছে।
তিন মিনিট ২৫ সেকেন্ডের ওই ভিডিওয় দেখা যাচ্ছে, সাজিয়া ও আরও কয়েকজন একটি ট্যাক্সি থেকে নেমে ওই জমায়েতের দিকে এগিয়ে যাচ্ছেন। তারপর ওই স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে দেখা যায় বিজেপি ও আরএসএস নেতাদের দলটিকে।
প্রতিবাদকারীদের উদ্দেশে সাজিয়া বলেন, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের প্রতিবাদ করাটা গুরুত্বপূর্ণ। আমি জানি কোনো কোনো দেশে সে কথা বলা খুব সহজ নয়। একজন দেশবাসী হিসেবে, একজন ভারতীয় হিসেবে নিজের রাগকে শান্তিপূর্ণভাবে প্রকাশ করাটা গুরুত্বপূর্ণ ছিল। যে কোনো সময় যে কেউ আপনার দেশ, আপনাদের প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বললে আপনার উচিত মুখ খোলা। ভয় পাওয়ারও কিছু নেই, যখন আপনি সেটা শান্তিপূর্ণভাবে করছেন।
সাজিয়া জানান, এক পর্যায়ে বিক্ষোভকারীরা আক্রমণাত্মক হয়ে উঠলে স্থানীয় পুলিশ এসে সাজিয়া ও তার সঙ্গীদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।
সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিল পাস করা হয়েছে সংসদে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এদিন স্লোগান দিচ্ছিল ওই কাশ্মীর সমর্থকরা।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial