ঢাকাসোমবার , ১৬ জুলাই ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণফোনের গ্রাহক-রাজস্ব আয় দুটোই বেড়েছে

Sumon Chowdhury
জুলাই ১৬, ২০১৮ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক : গ্রামীণফোন লি. ৬ কোটি ৯২ লক্ষ গ্রাহ নিয়ে ২০১৮- এর প্রথমার্ধ শেষ করেছে, এ সময় প্রবৃদ্ধি ছিল গতবছরের তুলনায় ৫.৯% বেশি। ডাটা গ্রাহক বা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ যা মোট গ্রাহকের ৪৯.৯% ।
২০১৮- এর প্রথমার্ধে গ্রামীণফোনের রাজস্ব আয় হয়েছে ৬৩৮০ কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় ১.২% বেশি। ডাটা থেক অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি ছিল ২১,১% আর ভয়েস থেকে অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি হয় ২.৪%। গত প্রান্তিক থেকে অনুসৃত নতুন অ্যাকাউন্টিং নিয়মাবলীকে আমলে নিয়ে গত বছরের তুলনায় আমাদের মোট রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৪.৬%।
গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, বিরূপ আবহাওয়া এবং তীব্র প্রতিযোগিতার কারণে ২০১৮- এর প্রথমার্ধ ছিল খুবই কঠিন। তবুও, আমরা স্বাস্থ্যকর প্রবৃদ্ধি এবং মার্জিন বজায় রাখতে পেরেছি। তিনি আরো বলেন, আমরা ২০ লক্ষ ৪জি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছি এবং গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে আমাদের নেটওয়াক বিস্তার ও আধুনিকায়নের কাজ পরিকল্পনামাফিক এগিয়ে চলছে। আমাদের সুসংহত ভয়েস ও প্রতিযোগিতামূলক ডাটা অফার গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়েছে।
বছরের প্রথমার্ধে কর পরবর্তী নেট মুনাফা হয়েছে ২৬ % মার্জিন সহ ১৭২০ কোটি টাকা। এই সময় শেয়ার প্রতি আয়, অর্থাৎ ইপিএস ১২.৭৪ টাকা হয়েছে।
গ্রামীণফোনের সিএফও কার্ল এরিক ব্রোতেন বলেন, বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের ইবিআইটিডিএ এবং মার্জন দুটোই বেড়েছে। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও আমরা ইতিবাচকভাবে ২০১৮- এর প্রথমার্ধ শেষ করতে পেরেছি।’ তিনি আরো বলেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে গ্রামীণফোনের বোর্ড পরিশোধিত মূলধনের ১২৫% অন্তবর্তী লভ্যাংশ ঘোষণা করেছেন।
গ্রামীণফোন লি. ৪জি লাইসেন্স, স্পেকট্রাম, প্রযুক্তি নিরপেক্ষতা ফি এবং নেটওয়ার্ক কাভারেজ ও সক্ষমতা বৃদ্ধিতে বছরের প্রথমার্ধে বিনিয়োগ করেছে ২৫৪০ কোটি টাকা । এই সময়ে কোম্পানি কর, ভ্যাট, শুল্ক, স্পেকট্রাম বরাদ্দ, প্রযুক্তি নিরপেক্ষতা ও লাইসেন্স ফে আকারে রাষ্ট্রীয় কোষাগারে অবদান ৪৭৯০ কোটি টাকা প্রদান করেছে যা মোট রাজস্বের ৭৪.৭%।
একনজরে গ্রামীণফোনের ২০১৮ সালের প্রথমার্ধ :
*জুন ২০১৮ এর শেষে মোট গ্রাহকসংখ্যা ৬ কোটি ৯২ লাখ, যার মধ্যে ৩ কোটি ৪৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী
*রাজস্ব আয় ৬ হাজার ৩৮০ কোটি টাকা, আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি এক দশমিক ২ শতাংশ
*করপরবর্তী নিট মুনাফা ২৬ শতাংশ মার্জিনসহ এক হাজার ৭২০ কোটি টাকা, শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১২ টাকা ৭৪ পয়সা
*ফোরজি লাইসেন্স, স্পেকট্রাম, প্রযুক্তি নিরপেক্ষতা ফি এবং নেটওয়ার্ক কাভারেজ ও সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ ২ হাজার ৫৪০ কোটি টাকা
*রাষ্ট্রীয় কোষাগারে অবদান ৪ হাজার ৭৯০ কোটি টাকা

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial