ঢাকাWednesday , 14 February 2018
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন বিজিবি ও বাংলাদেশ আনসার

editor
February 14, 2018 9:43 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : ৩৩ তম জাতীয় সিনিয়র পুরুষ কুস্তি প্রতিযোগিতার শিরোপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে ৭ম জাতীয় সিনিয়র মহিলা কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। এরমধ্যে দিয়ে দুই দিনব্যাপী এই প্রতিয়োগিতার সমাপ্তি ঘটেছে। সোমবার শহীদ ক্যাপ্টেন এম মুনসর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ কুস্তি প্রতিযোগিতায় ৪টি সোনাও ৪টি রৌপ্যসহ মোট ৮টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩টি সোনা ও ২টি তাম্রসহ মোট ৫টি পদক নিয়ে রানার আপ হয়েছে বাংলাদেশ আনসার। এছাড়া ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অপরদিকে ৭ম জাতীয় সিনিয়র মহিলা কুস্তি প্রতিযোগিতায় ৪টি সোনা ও ৪টি রৌপ্যসহ মোট ৮টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। ৪টি সোনা ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক পেয়ে রানার আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর ১টি রৌপ্য ও ৫টি তাম্রসহ মোট ৬টি পদক জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সভাপতি এবং নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিজিবির ক্রীড়া বোর্ডের সচিব লে: কর্ণেল মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ আনসার দলের ক্রীড়া অফিসার মো. রায়হার ফকির, ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial