ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুলাই ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় মাল্টিপ্ল্যান সেন্টারে শুরু হলো স্যামসাং মনিটর রোডশো

Sumon Chowdhury
জুলাই ২৬, ২০১৮ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : স্যামসাং বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারে শুরু হয়েছে মনিটর রোডশো ২০১৮।
রোডশোতে স্যামসাংয়ের দুটি মনিটর- সিএফ৩৯ সিরিজের এসেনসিয়াল কার্ভড মনিটর এবং কিউএলইডি গেমিং মনিটর প্রদর্শিত হচ্ছে। এটি চলবে ২৭ জুলাই পর্যন্ত।
কিছুদিন পূর্বে বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত স্যামসাং মনিটর রোডশো ২০১৮ এর প্রথম পর্বে প্রদর্শিত হয় আকর্ষণীয় ৪৯ ইঞ্চি সুপার আলট্রা ওয়াইড কিউএলইডি গেমিং মনিটর। মাল্টিপ্ল্যান সেন্টারেও প্রদর্শিত হবে মনিটরটি। মনিটরটির অ্যাসপেক্ট রেশিও ৩২:৯ এবং এতে ব্যবহৃত হয়েছে স্যামসাংয়ের মেটাল কোয়ান্টাম ডট টেকনোলোজি।
এছাড়াও মনিটরটি এইচডিআর ইমেজ প্রযুক্তি সাপোর্ট করে যার ফলে গেমাররা কাজ করার সময় সঠিক রঙটি দেখতে পাবেন। মনিটরটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫০০ (এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশত টাকা)।
স্যামসাংয়ের এসেনসিয়াল কার্ভড মনিটরটি গোটা বিশ্বের পিসি ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হচ্ছে মনিটরের ১৮০০আর কার্ভেচার, যার ফলে মনিটরের সব অংশ সমানভাবে দেখা যায়।
এছাড়াও মনিটিরটিতে এএমডি ফ্রি সিঙ্ক, ইকো সেভিং, আই সেভার মোড এবং গেমিং মোডের মতো বিশেষ কিছু ফিচার অন্তর্ভুক্ত করা আছে। মনিটরটি তিনটি মডেলে পাওয়া যায়- ২১.৫ ইঞ্চি, ২৪ ইঞ্চি এবং ২৭ ইঞ্চি। মনিটরগুলোর মূল্য যথাক্রমে ১০ হাজার (দশ হাজার), ১৭ হাজার ৫০০ (সতের হাজার পাঁচশ টাকা) এবং ২৫ হাজার ৫০০ (পঁচিশ হাজার পাঁচশ টাকা)।
আজ রোডশোটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, হেড অব বিজনেস (সিই অ্যান্ড আইটি) শাহরিয়ার বিন লুতফর এবং স্যামসাং ও স্মার্ট টেকনোলজিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, স্যামসাং মনিটর রোডশো ২০১৮-এর প্রথম আয়োজনকে সফল করার জন্য আমরা গ্রাহকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমবারে সফলতায় উৎসাহ পেয়ে আমরা আবারও রোডশোর আয়োজন করেছি। আমরা এমন ধরণের আরও অনুষ্ঠান আয়োজন করতে চাই যেখানে কাস্টমাররা আমাদের মনিটরগুলো ব্যবহার করে দেখতে পারবেন, যা পরবর্তিতে তাদেরকে পছন্দের স্যামসাং মনিটর কিনতে সহায়তা করবে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial