ঢাকাMonday , 10 December 2018
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় আন্তঃকলেজ মহিলা রাগবিতে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ

Sumon Chowdhury
December 10, 2018 5:27 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : তৃতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ কলেজ। রানার্স-আপ হয়েছে ঢাকা কমার্স কলেজ। আজ সোমবার সকালে পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা কর্মাস কলেজকে ১০-০ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয় নারায়ণগঞ্জ কলেজ। তৃতীয় স্থান অধিকার করেছে সেন্ট্রাল উইমেন্স কলেজ। আর চতুর্থ হয়েছে কবি নজরুল সরকারি কলেজ। সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকা কমার্স কলেজের লামিয়া রহমান। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ, রানার্স-আপ ঢাকা কমার্স কলেজ, তৃতীয় সেন্ট্রাল উইমেন্স কলেজ ও চতুর্থ হওয়া কবি নজরুল সরকারি কলেজ দলকে ট্রফি দেওয়া হবে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফির পাশাপাশি মেডেল এবং ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় লামিয়া রহমাকেও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দলকে ৫ হাজার টাকা করে অংশগ্রহণ ফি দেওয়া হয়েছে। ফাইনাল শেষে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক পারভিন নাহার পুতুল ও সদস্য সিরাজুল ইসলাম, দীন ইসলাম ,রেডিও টুডের হেড অব ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রাম জহিরুল ইসলাম টুটুল এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন খেলোয়াড় সায়্যেদা মরিয়ম তারেক, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম.ইকবাল বিন আনোয়ার (ডন)। এবারের এই তৃতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতায় ৯টি কলেজ দল (অনূর্ধ্ব-২০) অংশ নিয়েছিল। দলগুলো ছিল- ঢাকা ইমপিরিয়াল কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা কমার্স কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, আলী আহম্মদ স্কুল এন্ড কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ হোস্টেল এবং আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial