ঢাকাসোমবার , ৫ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

দারাজ ‘ইলেভেন ইলেভেন’র্সবোচ্চ ৮৩% পর্যন্ত মূল্যছাড় থাকছে ভাউচার ও মেগা ডিল

Sumon Chowdhury
নভেম্বর ৫, ২০১৮ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা ইলেভেন ইলেভেন-এর আয়েজন করতে যাচ্ছে দারাজ। এ উপলক্ষ্যে দারাজ অফার করছে বিভিন্ন রকমের ভাউচার, মেগা ডিল, ফ্ল্যাশ সেল, ১১ টাকা ডিল, মিসট্রি বক্স এবং আরও অন্যান্য আকর্ষণীয় ডিল।

সেরা ডিল:
দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনের উল্লেখযোগ্য ডিলগুলো হল- ৩০,০০০ টাকার শাওমি পোকো এফ ওয়ান ফোন, যা পাওয়া যাবে মাত্র ২৫,০০০ টাকায়, ২২% ছাড়ে পাওয়া যাবে গ্রে ব্র্যান্ডের স্প্লিট এসি, ইউনিলিভারের পিউর ইট আলটিমা পাওয়া যাবে ৫০০০ টাকা ছাড়ে, সনির ৩২ ইঞ্চি এলইডি টিভি ১৮,০০০ টাকায় পাওয়া যাবে এবং থাইল্যান্ডে ৪ রাত ও ৫ দিনের ভ্রমন প্যাকেজ পাওয়া যাবে মাত্র ১৫,২১০ টাকায়।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট:
ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দারাজ অফার করছে বিভিন্ন ধরণের ব্যাংক ডিসকাউন্ট, সাথে আরও থাকবে বিকাশের ক্যাশব্যাক অফার। সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত) এবং বিকাশ পেমেন্টে থাকছে সর্বোচ্চ ৩০% পর্যন্ত (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক অফার। এছাড়াও সিটি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড হোল্ডাররা পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক অফার।

বিশেষ আকর্ষণ:
ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফ্ল্যাশসেল, ১১ টাকা ডিল ও মিসট্রি বক্স। অফারগুলো পাওয়া যাবে শুধুমাত্র নির্ধারিত সময়ে এবং সীমিত স্টকে, যার জন্যে ক্রেতাকে প্রতি ঘণ্টায় দারাজের অ্যাপটি ভিজিট করতে হবে। ফ্ল্যাশসেলে পাওয়া যাবে বিভিন্ন ধরনের পণ্য আকর্ষণীয় মূল্যছাড়ে। এছাড়া থাকছে ১১ টাকায় স্মার্টফোন, ট্রিমার, টিভি এবং আরও অনেক ধরনের পণ্য। মিসট্রি বক্স সারা বিশ্বের ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। যেখানে ক্রেতা মিসট্রি বক্সের পণ্য আসল দামের চেয়ে অনেক কম দামে পেয়ে থাকেন।

ভাউচার:
দারাজে ক্রেতারা পাবেন নানা ধরণের আকর্ষণীয় ডিসকাউন্ট ভাউচার। ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে দারাজ দিচ্ছে ডাবল টাকা ভাউচার, ক্রেজি ভাউচার, আই লাভ ভাউচার, গেজ দ্যা কোড ভাউচার এবং ব্র্যান্ড ভাউচার। ক্রেতারা নিজের সুবিধামত ভাউচার ব্যবহার করে দারাজ অ্যাপ থেকে কিনে নিতে পারবেন পছন্দের পণ্য।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial