ঢাকারবিবার , ৪ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে হবে : মোস্তাফা জব্বার

Sumon Chowdhury
নভেম্বর ৪, ২০১৮ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষৎ। নতুন প্রজন্মের শিশুদের আধুনিক বিশ্বের উপযোগী করে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।
মন্ত্রী আজ রবিবার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাকক্ষে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দেশের শিক্ষার্থীর মেধা ও মননের যথাযথ বিকাশ ঘটাতে আইসিটি বিভাগের উদ্যোগে ‘মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের’ আওতায় ৮টি জনবান্ধব ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নের জন্য ৮টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, এটুআই এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, ‘মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের’ প্রকল্প পরিচালক মো. আবদুল হাই।
মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম যে কোন বিষয়ে দ্রুত আয়ত্ব করতে পারে। তাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, আগামী প্রজন্মকে আধুনিক প্রযুক্তি তথা রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ৫জি এর মতো আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহ হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বেসরকারি প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স।
পরে আইসিটি বিভাগের পক্ষে মোবাইল অ্যাপস অ্যান্ড অ্যাপ্লিকেশন এর প্রকল্প পরিচালক মো. আবদুল হাই ও স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial