ঢাকাSaturday , 22 December 2018
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল

Sumon Chowdhury
December 22, 2018 5:07 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে গত ১ সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আগামীকাল রোববার সেই প্রতিযোগিতার ফাইনাল খেলা। শিরোপা লড়াইয়ে মুখোমুখি রাজশাহী ‌ও রংপুর বিভাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শেষে বিজয়ী ‌ও বিজিত দলকে পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য জানান যুব ‌ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনাব ওমর ফারুক (যুগ্ম সচিব) ও ফাইজুল কবির (যুগ্ম সচিব), আনোয়ারুল ইসলাম সরকার (অতিরিক্ত সচিব), আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায় এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক জনাব মোহাঃ মোমিনুর রহমান (অতিরিক্ত সচিব) সহ সাবেক খেলোয়াড় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। দেশের ৫৫০০ টি দলের এক লাখ ২৫ হাজার ফুটবলার এই টুর্নামেন্টে অংশ নেন। সেপ্টেম্বেরর প্রথম ‌ও দ্বিতীয় সপ্তাহে উপজেলা পর্যায়ে, তৃতীয় সপ্তাহে জেলা পর্যায়ে এবং চতুর্থ সপ্তাহে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই টুর্নামেন্ট থেকে ৪৩ জন প্রতিভাবান ফুটবলার বাছাই করা হয়েছে। তাদেরকে বিকেএসপিতে প্রশিক্ষণ দেয়া হবে। আর এর মধ্য থেকে সেরা চার ফুটবলারকে উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে পাঠানো হবে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial