ঢাকাবৃহস্পতিবার , ৯ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে বাফুফে ও কে স্পোর্টসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Sumon Chowdhury
আগস্ট ৯, ২০১৮ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ২০১৮’ এর খেলা আগামী ০১ হতে ১২ অক্টোবর ২০১৮ তারিখ ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম, সিলেটে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার গ্রুপ স্টেজের খেলাসমূহ সিলেটে এবং সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ এশিয়ার মোট ৬টি দেশের জাতীয় ফুটবল দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উক্ত প্রতিযোগিতার স্বত্ব প্রাপ্ত ‘কে স্পোর্টস’ এর সাথে বাফুফের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বেলা ১.৩০ ঘটিকায় মতিঝিল বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ২০১৮ এর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান  আব্দুস সালাম মুর্শেদী এবং ‘কে স্পোর্টস’ এর চীফ এক্সিকিউটিভ অফিসার ফাহাদ এম এ করিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য মোঃ শওকত আলী খান জাহাঙ্গীর, হারুনুর রশীদ,  বিজন বড়ুয়া, মোঃ ফজলুর রহমান বাবুল,  অমিত খান শুভ্র, মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ। ‘কে স্পোর্টস’ এর পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর আশফাক আহমেদ ও চীফ অপারেটিং অফিসার মাহবুবুর রশিদ। বঙ্গবন্ধু গোল্ডকাপের বিপণন সত্ত্ব কিনে নিয়েছে ‘কে স্পোর্টস’। বৃহস্পতিবার বাফুফের সঙ্গে টুর্নামেন্টের বিষয়ে চুক্তি হয় প্রতিষ্ঠানটির। এ চুক্তি অনুযায়ী ১ কোটি টাকা পাবে বাফুফে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial