ঢাকাবুধবার , ২৭ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বৃটেনে বাংলাদেশের নার্সদের চাকুরির সুবর্ণ সুযোগ!

editor
জুন ২৭, ২০১৮ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান ফরাজী: নার্সিং একটি আন্তর্জাতিক পেশা। বিশ্বের প্রতিটি দেশে নার্সদের স্বল্পতা রয়েছে। হাসপাতাল সমূহে রোগীদের মানসম্মত সেবাদান এখন বড় ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন। বিশ্ব বাজারের মধ্যে বর্তমানে বৃটেনে নার্স সংকট চরম পর্যায়ে। যার প্রেক্ষিতে বৃটেন বর্তমানে বর্হিঃবিশ্ব থেকে অবাধে নার্স নিয়োগের দ্বার উন্মোচিত করে দিয়েছে। এখন থেকে বৃটেনে বাংলাদেশের নার্সগণ চাকুরির কর্মসংস্থানের ব্যাপক সুযোগ পাবেন। একটি বিশেষ ইংরেজি প্রশিক্ষণ যা শুধু মেডিকেল প্রফেশনালস্দের জন্য বিশেষভাবে স্বীকৃত অকুপেশনাল ইংলিশ টেস্ট (OET) কোর্সটি সম্পন্ন করলে যারা নূন্যতম ‘বি’ গ্রেড পাবেন তারা সহজেই বৃটেনের এন.এম.সি রেজিষ্ট্রেশন করতে পারবেন। এন.এম.সি বৃটেনের নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল। বৃটেনের প্রদত্ত তথ্য মতে বর্তমানে বৃটেনের হাসপাতালগুলোতে কমপক্ষে ৪০ (চল্লিশ) হাজার নার্স প্রয়োজন। তাছাড়াও সোসাল কেয়ারার, হোম নার্সিং ও অন্যান্য সেবা মূলক সরকারী ও বেসরকারী পর্যায়ের প্রতিষ্ঠানে প্রচুর নার্স প্রয়োজন। এক্ষেত্রে ভারত ও ফিলিপাইন থেকে প্রচুর নার্স বৃটেনে চাকুরী এবং স্থায়ী নাগরিকত্বের সুযোগ নিচ্ছে। কিন্তু বাংলাদেশের নার্সগন এখনোও এ সুযোগ গ্রহন করছে না। যদিও বাংলাদেশে বর্তমানে প্রচুর ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট নার্স তৈরী হচ্ছে। তারা বেশিরভাগ বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে স্বল্প বেতনে চাকুরি করছে। নার্সদের সচেতনতার অভাবে ও অনাগ্রহের কারণে বাংলাদেশ এক বিপুল সম্ভাবনাময় বৈদেশিক আয়ের পথ হারাচ্ছে। এ বিষয়ে গণসচেতনতা তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের গণউন্নয়ন প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান ফরাজী। তিনি সম্প্রতি বৃটেনে আন্তর্জাতিক নার্সিং কনফারেন্সে অংশগ্রহন করে বিশ্বের নার্সদের স্বল্পতা সংকট নিরসন কল্পে এক বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন। তিনি এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিকল্পে গতকাল ২৩শে জুন সকাল ১০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে OET বিষয়ক সেমিনারের মূল তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। ঢাকা নার্সিং কলেজে আয়োজিত সেমিনারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ মহানগরীর বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালের নার্সগণ অংশগ্রহন করেন। সেমিনারে ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ ড. জাসিন্তা অলিম্পিয়া গোমেজ- তাঁর বক্তব্য নার্সিং শিক্ষার্থীদের এখন থেকেই মেডিকেল প্রফেশনালস্দের জন্য বিশেষ ইংরেজী ভাষা প্রশিক্ষণ Occupational English Test (OET) কোর্স করার আহবান জানান। এতে শিক্ষার্থীগণ নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন করে অতিদ্রুত বর্হিঃবিশ্বে চাকুরির সুযোগ পাবেন। দেশের ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে বিপুল সংখ্যক নার্স বৃটেনের চাকুরির সুযোগ নিলে বাংলাদেশ বর্হিঃবিশ্বে কর্মসংস্থানের এক বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।
লেখক: প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান ফরাজী
চেয়ারম্যান, বাংলাদেশ গণউন্নয়ন প্রশিক্ষণ ও গবেষনা কেন্দ্র
ই-মেইল: forazy@gmail.com
মোবাইল: ০১৭২০-১১৮২৭৯

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial