ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার ইস্যুতে আমরা ভারতের সহযোগিতা চেয়েছি : পররাষ্ট্রমন্ত্রী

editor
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক: মিয়ানমারের মর্টারশেল বাংলাদেশে এসে পড়া এবং দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভারত আমাদের ও মিয়ানমারের প্রতিবেশী রাষ্ট্র। আমরা ইতোমধ্যে মিয়ানমার ইস্যুতে ভারতের সহযোগিতা চেয়েছি।
মিয়ানমার থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। ভারত সফরের সময় এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচনা হবে।’
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। তিনি আগামীকাল বুধবার তিন দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতে গিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সেখানে সার্বিক বিষয়গুলো আলোচনা করব। যেহেতু মিয়ানমার ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র, আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র।’
অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘মিয়ানমারের মর্টারশেল এসে পড়ায় দুজন নিহত হওয়ায় এবং সেদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের বাংলাদেশ এসে আশ্রয় নেওয়ার বিষয়ে আমরা তাদের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করেছি।
আমি যতটুকু জেনেছি, ইতোমধ্যে ২২৯ জন বিজিপি সদস্য আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছেন। হয়তো আরও আসার সম্ভাবনা রয়েছে। তাদের মর্টারশেল এসে আমাদের দেশে পড়েছে। এতে আমাদের নাগরিকরা নিহত ও আহত হয়েছে। আমাদের সম্পদ নষ্ট হচ্ছে। এসব বিষয়ে আমরা রাষ্ট্রদূতের কাছে কড়া প্রতিবাদ করেছি। তিনি আমাদের এ প্রতিবাদ তার সরকারের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।’

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial