ঢাকাশুক্রবার , ৮ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

শুরু হয়েছে ওয়ালটন দশম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতা

Sumon Chowdhury
জুন ৮, ২০১৮ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ওয়ালটন ১০ম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতা-২০১৮’। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ শামসউল ইসলাম ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শ্যামা প্রসাদ বেপারী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো ফেডারেশনের মহাসচিব মো. সোলায়মান সিকদার। এবারের এই প্রতিযোগিতায় ১৫টি জেলার ও ৭টি স্কুল ও সংস্থার ২৯টি দলের বাছাইকৃত মোট ১১০ জন খেলোয়াড় ১৮টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ৫টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার ওজন শ্রেণির মধ্যে রয়েছে শিশু (৫-৭ বছর), শিশু (৭-৯ বছর), শিশু (৯-১১ বছর), জুনিয়র (১১-১৩ বছর), জুনিয়র (১৪-১৬ বছর), জুনিয়র (১৬-১৭ বছর)। সিনিয়র পুরুষ বিভাগের ওজন শ্রেণি ৭টি। সেগুলো হল- অনূর্ধ্ব-৫৮ কেজি, অনূর্ধ্ব-৬৪ কেজি, অনূর্ধ্ব-৭১ কেজি, অনূর্ধ্ব-৭৮, অনূর্ধ্ব-৮৫, অনূর্ধ্ব-৯২ ও ৯২+ কেজি। সিনিয়র মহিলা বিভাগের ওজন শ্রেণি ৬টি। সেগুলো হল অনূর্ধ্ব-৫২ কেজি, অনূর্ধ্ব-৫৭ কেজি, অনূর্ধ্ব-৬২, অনূর্ধ্ব-৬৭, অনূর্ধ্ব-৭২ ও ৭২+ কেজি।
প্রতিযোগিতায় অংশ ওেয়া জেলাগুলো হল- ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, ফরিদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সাতক্ষীরা, নরসিংদী, নীলফামারি, পাবনা, রংপুর, লালমনিরহাট ও রাজশাহী। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো হল- লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সভারের প্রিকারড স্কুল, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ ও বুয়েট। এ ছাড়া অগ্রণী ব্যাংক তায়কোয়নদো দল, বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল ও বাংলাদেশ আনসার দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial