ঢাকাThursday , 15 November 2018
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো ফালদো সিরিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ

Sumon Chowdhury
November 15, 2018 7:12 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক :  ‘ফালদো সিরিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ২০১৮’, কুর্মিটোলা গলফ কোর্সে (১৫ নভেম্বর) বৃহস্পতিবার, সমাপ্ত হয়েছে। বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুপুরে কুর্মিটোলা গলফ ক্লাবে বিজয়ী জুনিয়র গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী জুনিয়র গলফারগণ ছাড়াও প্রেসিডেন্ট জুনিয়র ডিভিশন গলফ, বাংলাদেশ গলফ ফেডারেশন মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ সিদ্দিকী, টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ফেডারেশনের যুগ্ম সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওবাইদুল হক (অবঃ), ফালদো সিরিজ এশিয়ার টুর্ণামেন্ট প্রশাসক মিঃ ওসমান রাফিদি বিন রামলান এবং বাংলাদেশ গলফ ফেডারেশন, কুর্মিটোলা গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাবের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং আর্মি গলফ ক্লাবের পৃষ্ঠপোষকতায় পঞ্চম বারের মত আয়োজিত এ প্রতিযোগিতায় ফেডারেশনের অধিভক্ত ১৩ টি ক্লাবের মধ্য থেকে ১০ টি ক্লাব, বাংলাদেশ গলফ একাডেমী এবং বাংলাদেশ সেনাবাহিনী গলফ দলের মোট ৭৯ জন জুনিয়র গলফার বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের নাম নিম্নে উল্লেখ করা হলোঃ                          ১। উইনার (বেস্ট গ্রস ৫৪ হোল) সৈনিক মোঃ শাহাবুদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী
২। চ্যাম্পিয়ন (ছেলে – অনুর্ধ ১৬ বছর) মোঃ শাহজামাল মিয়া, সাভার গলফ ক্লাব
৩। চ্যাম্পিয়ন (ছেলে – অনুর্ধ ১৮বছর) মোঃ রুবেল মিয়া, কুর্মিটোলা গলফ ক্লাব
৪। চ্যাম্পিয়ন (ছেলে – অনুর্ধ ২১ বছর) সৈনিক মোঃ শাহাবুদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী
৫। চ্যাম্পিয়ন (মেয়ে – অনুর্ধ ২১ বছর) সৈনিক সোনিয়া আক্তার, বাংলাদেশ সেনাবাহিনী।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial