ঢাকাMonday , 5 February 2024
আজকের সর্বশেষ সবখবর

সাহস করে রাজপথে মিছিলে আসেন: মান্না

editor
February 5, 2024 10:30 pm
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা এখন মানুষকে বলছি, সাহস করে রাজপথে মিছিলে আসেন। দেখবেন এই ঢাকা মহানগরী মিছিলে মিছিলে সয়লাব হয়ে যাবে, তখন আওয়ামী লীগের লোকদের খুঁজে পাবেন না। খুব বেশি দিন নেইৃআমরা সেই লড়াই চালাচ্ছি, আমাদের মধ্যে ওটা নিয়ে (৭ জানুয়ারির নির্বাচন) কোনো হতাশা নেই।’
তিনি বলেন, ‘এই সংসদ কাজ করতে পারবে না। হতাশা ওদের মধ্যে, আমাদের নয়। মানুষ আমাদের বলেছেন, আপনারা বলেছেন, আমরা ভোট দিতে যাইনিৃ। নিরীহ জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন জানিয়েছে।’
সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘৭ জানুয়ারি তারা (আওয়ামী লীগ) কোনো ভোট করতে পারেনি, ৭ জানুয়ারি সরকার পক্ষের কোনো অবস্থার পরিবর্তন হয়নি বরং অবস্থা আরও খারাপ হয়েছে।’
‘আমাদের অবস্থা ভালো হয়েছে, কারণ আমরা জেনেছি ৯৫ শতাংশ মানুষ আমাদের পক্ষে আছেৃ, তারা লড়াই করবে, লড়াই করছে। আগামী দিনে সেই লড়াই সংগঠিত করে আমরা সামনের দিকে যাবো, আমরা জয়যুক্ত হবো, আপনাদের সবাইকে আমাদের সঙ্গে চাই, এই প্রত্যাশা আমাদের।’
তিনি বলেন, ‘বাইডেন (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) ওনাকে (প্রধানমন্ত্রী) চিঠি লিখেছেন। তিনি বলেছেন, তোমাকে (প্রধানমন্ত্রী) এশিয়া প্যাসিফিকের সঙ্গে যুক্ত করে আমরা সম্পর্ক রাখতে চাই। তার মানে আমার কথামতো চলতে হবে এবং আমার টাকা (যেসব প্রকল্পে বিনিয়োগ অর্থ) দিয়ে দিতে হবে।’
‘কিন্তু পিটার হাস (মার্কিন রাষ্ট্রদূত) বলেছেন, ভোট কিন্তু ভালো হয়নি। আর এই যে এত বেশি গল্প করেন, চামচামি করেন, দালালি করেন, ভারত-রাশিয়া-চীন আমাদের পক্ষে আছে। কী রকম পক্ষে আছে বলেন তো। ভারত আর চীনের মধ্যে প্রতিযোগিতা, তিস্তা যে কখন কাকে দিয়ে দেয় এই ভয়ে চীনের দিকে তাকিয়ে থাকে ভারত, ভারতের দিকে তাকিয়ে থাকে চীন। আর শেখ হাসিনার সরকার নিজেরাও খুব চালাক-চতুর, দুদিকে খেলার চেষ্টা করে। আমরা বলছি, খেলতে খেলতে এই খেলা শেষ হয়ে যাবে’ বলেন মান্না।
তিনি বলেন, ‘তার প্রমাণ হিসেবে বিদেশিরা ঋণের অর্থ শোধ করার তাগাদা দিচ্ছে। বাংলাদেশ বিদেশ থেকে ঋণ করেছে ১০০ বিলিয়ন ডলার। এই টাকা শোধ করতে পারবে কত দিনে, শোধ দেওয়ার সময় হয়ে গেছে, এখন সবাই টাকা চাচ্ছে। আমেরিকা-ইউরোপ অত চাপ দেয়নি, কিন্তু চীন-রাশিয়া বলেছে, তোমার সঙ্গে দোস্তি-বন্ধুত্ব যাই থাকে, টাকা দাও। সংবাদপত্রে এসেছে, ওরা টাকা চায়।’
এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এখন বলছে, স্থানীয় সরকার নির্বাচন নৌকা প্রতীকে করবে না, সেজন্য স্থানীয় সরকারে প্রতীক তুলে দেওয়া হচ্ছে। কেন? আপনারা যখন স্থানীয় সরকার নির্বাচন করেছেন তখন আমরা বার বার বলেছিলাম এটা গ্রাম-ইউনিয়ন পর্যায়ে সহিংসতাকে নিয়ে যাবে। এখন তারা তুলে দিচ্ছে প্রতীক। কারণ নৌকা এখন মার্কেট পাচ্ছে না।’
‘এতটা ঘৃণিত প্রতীকে পরিণত হয়েছে যে, নৌকা থাকলে মানুষ এখন ভোটকেন্দ্রে যাবে না। তাই তারা স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক তুলে দিয়েছে’ বলেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনা প্রসঙ্গ টেনে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, ‘‘চিন্তা করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা হলে একজন নারীর স্বামীকে আটকে পাশের জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। এই সাহস হয় কীভাবে? বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা, যা ইচ্ছা তাই করবে? কিন্তু তারা করছে তো, তাদের বাধা দেওয়ার কেউ নেই। এটা শুধু জাহাঙ্গীরনগর নয়, এ রকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে।’
সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংক, লেবার পার্টির ফারুক রহমান, এনডিপির আবু তাহের, জাগপার রাশেদ প্রধান, বিএনপির আবদুস সালাম আজাদ, কাজী রওনুকুল ইসলাম টিপু, অন্য সংগঠনের গিয়াস উদ্দিন খোকন, মিয়া মো. আনোয়ার, সারোয়ার রহমান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial