ঢাকারবিবার , ৩ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

সিনিয়র সচিব হলেন আইজিপি

editor
জুন ৩, ২০১৮ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পুলিশের মহাপরিদর্শক-আইজিপি ড. জাবেদ পাটোয়ারীকে সিনিয়র সচিব পদমর্যদায় পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার সিনিয়র সহকারি সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ড. জাবেদ পাটোয়ারী গত ডিসেম্বরে আইজিপি হিসেবে নিয়োগ পান। ৩১ জানুয়ারি তিনি পুলিশ সদর দফতরে যোগদান করেন। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।
বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম।
জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি সুনামের সঙ্গে দীর্ঘদিন চাকরি করে আসছেন।
১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এসএস সিটির দায়িত্ব পালন করেন। চাঁদপুর সদরে তার গ্রামের বাড়ি।
বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারে রোজনামচার’ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial