ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে প্রয়োজনে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ: আইজিপি

editor
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত রিপোর্ট: মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ ও প্রশাসন দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। দেশের প্রয়োজনে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে গুরুতর আহত রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে এসে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
সীমান্ত এলাকায় পুলিশ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত আহত হয়ে যারা আমাদের দেশে এসেছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার করছে।’
সীমান্ত এলাকায় মর্টার শেলের আঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে, এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘কে মর্টার শেল নিক্ষেপ করেছে, তা এখনও সুনিশ্চিত না। এ ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি, আসামি অজ্ঞাত। তদন্তে যাদের নাম আসবে, পরবর্তী সময়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
সীমান্তের বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের প্রতি কী নির্দেশনা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। জেলা পুলিশসহ এপিবিএন সতর্ক আছে। সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালনে যে সহযোগিতা চাচ্ছে, আমরা সে সহযোগিতা দিচ্ছি। স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা মিলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বর্তমান সীমান্ত পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এসব এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানোসহ টহল বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা দায়িত্ব পালন করছে।’

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial