ঢাকাSunday , 9 December 2018
আজকের সর্বশেষ সবখবর

স্যামসাং মোবাইল কে স্বীকৃতি দিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম

Sumon Chowdhury
December 9, 2018 4:03 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : দেশের এক নম্বর মোবাইল ব্র্যান্ড হিসেবে স্যামসাং মোবাইল-কে স্বীকৃতি দিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। পাশাপাশি রেফ্রিজারেটর ক্যাটাগরিতে তৃতীয় স্থান দখল করে নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এই ইলেক্ট্রনিক্স জায়ান্ট। গত ৮ ডিসেম্বর শনিবার, রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্যামসাং মোবাইল ও স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স-এর প্রতিনিধিগণ নিজ প্রতিষ্ঠানের হয়ে পুরষ্কার গ্রহণ করেন।
সফলভাবে বাংলাদেশী ক্রেতাদের চাহিদা পূরণের মাধ্যমে ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়াই বেস্ট ব্র্র্যান্ড অ্যাওয়ার্ড-এর লক্ষ্য। ব্যবসায়িক মূল্যায়ন এবং গ্রাহকদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জন করার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে নেলসন বাংলাদেশ-এর সঙ্গে মিলে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দিয়ে থাকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশ-এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, পুরষ্কার অর্জন করতে পেরে আমরা গর্বিত। স্যামসাং পণ্য ও সেবাগ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের সহযোগিতাই আজ আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। স্যামসাং এমন একটি ব্র্যান্ড যারা পণ্য ও সেবাপ্রদানের মাধ্যমে উদ্ভাবনী সম্ভাবনা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। আমাদের সম্মানিত গ্রাহক, পার্টনার ও স্টেকহোল্ডারদের আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদের অবদান ছাড়া এ জায়গায় আসা সম্ভব হতো না।
বাংলাদেশের বিজনেস কমিউনিটি এবং ব্র্যান্ড বিল্ডিং-এ সফলতা অর্জনকে স্বীকৃতি দিতে কাজ করে থাকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। উল্লেখ্য, দেশব্যাপি নেলসন বাংলাদেশ পরিচালিত জরিপের মাধ্যমে উঠে আসা সবচেয়ে পছন্দের ব্র্যান্ডগুলোর সফলতার গল্পগুলো দেশের মানুষের সামনে তুলে ধরাই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম-এর ঐতিহ্যের একটি একটি অংশ।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial