ঢাকাTuesday , 8 May 2018
আজকের সর্বশেষ সবখবর

১৩তম ইগলু-চ্যানেল আই প্রাঙ্গণে রবীন্দ্রমেলা অনুষ্ঠিত

Sumon Chowdhury
May 8, 2018 6:44 pm
Link Copied!

বিনোদন প্রতিবেদক : চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ১৩তম ইগলু-চ্যানেল আই রবীন্দ্রমেলা ২০১৮। এ আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. আতিউর রহমান। তার হাতে আজীবন সম্মাননার ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং উত্তরীয় তুলে দেন নাট্যজন আতাউর রহমান, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইগলুর সিই.ও জিএম কামরুল হাসান। মেলায় প্রতি বছর রবীন্দ্র সংগীতশিল্পী অথবা রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য একজন ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করে আসছে চ্যানেল আই। আজ বিকাল ৩টা ৫ মিনিটে মেলার উদ্বোধন করা হয়। মেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্র সংগীতের সিডি ‘বনে এমন ফুল ফুটেছে’, শিমু দের ‘সাগর পাড়ের সুর’ এবং সেরাকণ্ঠ কোনালের রবীন্দ্র সংগীতের ভিডিও আর্ট ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে এর মোড়ক উন্মোচন করা হয়। মেলা মঞ্চ থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিবেশিত হয় ঢাবির নৃত্যকলা বিভাগের অংশগ্রহণে রবীন্দ্র নৃত্যনাট্য, কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ, সংগীত পরিবেশন করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান, সুরের ধারার শিল্পীরাসহ চ্যানেল আই-এর বিভিন্ন ইভেন্টের শিল্পীরা। আরো ছিল চিত্রশিল্পী আবুল মান্নানের নেতৃত্বে শিশুদের রবীন্দ্র বিষয়ক ছবি আঁকা পর্ব। মেলার স্টলগুলোতে ছিল রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র সংগীতের অডিও ভিডিও গানের স্টল ও রেকর্ড কাভার প্রদশর্নী, চলচ্চিত্রের স্টল ইত্যাদি। ছিলো বাংলার ঐতিহ্যসমৃদ্ধ রকমারি পণ্য সামগ্রীর স্টল। মূলত রবীন্দ্রনাথের বহুমুখি চিন্তার প্রকাশ ঘটানোই এই মেলার লক্ষ্য। মেলা সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। প্রসঙ্গত, অতীতে রবীন্দ্রমেলায় আজীবন সম্মাননা পেয়েছেন কলিম শরাফী, ড. আনিসুজ্জামান, অজিত রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, আতাউর রহমান, ফাহমিদা খাতুন, সাদী মহম্মদ, আবদুল্লাহ আবু সায়ীদ এবং তপন মাহমুদ।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial