ঢাকাসোমবার , ২৫ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

৬ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে শম্পার ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’

Sumon Chowdhury
জুন ২৫, ২০১৮ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক : কলকাতার অন্যতম নির্মাতা রঞ্জন চৌধুরীর বাংলা ছবি ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’তে অভিনয় করেছেন বাংলাদেশের শম্পা হাসনাইন। বেশ কয়েক মাস ধরে ছবিটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) টেবিলে আটকে ছিল।
ছবিতে থাকা একটি গান ও ‘মুসলমান’ শব্দ নিয়ে আপত্তি তুলেছিলেন বোর্ডের সদস্যরা। অবশেষে নানা জটিলতা কাটিয়ে ছবিটি ছাড়পত্র পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সেন্সর বোর্ডের ১০ সদস্য নতুন করে ছবিটি দেখে কোনও কাটাকুটি ছাড়াই ছাড়পত্র দেওয়া হয়।
শম্পা জানান, হিন্দু ও মুসলমান পরিবারের প্রেমের কাহিনি নিয়ে ছবিটির গল্প। এটি নিরেট প্রেমের ছবি। এতে হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর মুসলমান ছেলের চরিত্রে আছেন কলকাতার সমদর্শী।
এছাড়াও রয়েছেন শ্রীলা মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশীষ মুখার্জি, সৌমি ঘোষসহ আরও অনেকে।
জানা গেছে, ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ৬ জুলাই। এখন শুরু হলো প্রচারণার কাজ। তারই অংশ হিসেবে ২৩ জুন ‘ও আমার সোনা বন্ধু আমার’ শিরোনামের একটি গানও প্রকাশ করা হয় ইউটিউবে।
বাংলাদেশের অভিনেত্রী শম্পার প্রথম ছবি ‘মাটির পিঞ্জিরা’। ২০০৯ সালে টিভি চ্যানেল এনটিভি’র রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় প্রথম নজর কাড়েন। এ প্রতিযোগিতায় থাকাকালীন সময়েই তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায়ও নিয়মিত দেখা যায় তাকে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial