সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১

জমকালো আয়োজনে ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা স্বীকৃতি পেল সাংবাদিক নোমান মোহাম্মদ

Sumon Chowdhury
নভেম্বর ১৭, ২০১৮ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : ম্যাক্স-বিএসপিএ নাইট ২০১৮’র বর্ষসেরা সাংবাদিকের স্বীকৃতি পেয়েছেন কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নোমান মোহাম্মদ। আজ শনিবার, ফারস রিসোর্টস অ্যান্ড হোটেলের সিঁদুরপুর হলে আয়োজিত জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরষ্কার তুলে দেন দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ানুজ্জামান রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ। এবারই পরিসর বেড়েছে ম্যাক্স-বিএসপি অ্যাওয়ার্ডের। যুক্ত হয়েছেন ফটোসাংবাদিক ও অন্য দুই ক্রীড়াসাংবাদিক সংগঠনের সদস্যরাও। পুরষ্কারের মঞ্চেও ছিল তাদের গর্বিত পদচারণা। সেরা সাক্ষাৎকারের জন্য আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা। রানার আপ একই প্রতিষ্ঠানের নোমান মোহাম্মদ ও মাসুদ পারভেজ। বর্ষসেরা এক্সক্লুসিভ রিপোর্টের জন্য বদি-উজ-জামান ট্রফি পেয়েছেন এটিএন নিউজের শেখ আশিক। রানার আপ হয়েছেন নোমান মোহাম্মদ ও চ্যানেল টোয়েন্টিফোরের রিয়াসাদ আজিম। সেরা সিরিজ রিপোর্টের জন্য আব্দুল হামিদ ট্রফি জিতেছেন নোমান মোহাম্মদ, রানার্স আপ শামীম চৌধুরী (এশিয়ানমেইল২৪ ডটকম) ও মাসুদ আলম (প্রথম আলো)। সেরা ফিচার রিপোর্ট/ডকুমেন্টারির জন্য রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। রানার্স আপ রানা আব্বাস, শাহজাহান কবীর ও সনৎ বাবলা। সেরা আলোকচিত্রের জন্য বদরুল হুদা ট্রফি জিতেছেন নিউ এজ পত্রিকার সৌরভ লষ্কর। রানার আপ মীর ফরিদ ও প্রথম আলোর শামসুল হক টেংকু। বিশেষ স্বীকৃতি পেয়েছেন রাহেনুর ইসলাম, ফয়সাল তিতুমীর, রাশেদুল ইসলাম, আরিফুল ইসলাম রনি ও রফিকুল হায়দার ফরহাদ। ম্যাক্স-বিএসপিএ নাইটের পুরস্কার :
১.বদরুল হুদা চৌধুরি ট্রফি (সেরা ফটোগ্রাফ)- সৌরভ লস্কর।
২.রণজিৎ বিশ্বাস ট্রফি (সেরা ফিচার/ডকুমেন্টারি)- মোহাম্মদ ইসাম।
৩.আব্দুল হামিদ ট্রফি (সেরা সিরিজ রিপোর্ট)- নোমান মোহাম্মদ।
৪.বদি-উজ-জামান ট্রফি (সেরা এক্সক্লুসিভ রিপোর্ট)- শেখ আশিক।
৫.আতাউল হক মল্লিক ট্রফি (সেরা সাক্ষাৎকার)- সনৎ বাবলা।
৬.বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক- নোমান মোহাম্মদ।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial