News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-07-07, 10:46pm

সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি হলেন শাহীন, সম্পাদক পিন্টু

img-20250706-wa0005-408a3c80d2b4c008d2407b877d31c3961751906776.jpg




স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন সভাপতি এবং জহুরুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) দুপুরে আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম পর্ব শেষে বিকেল ৫.৩০টা থেকে সোয়া এক ঘণ্টা কাউন্সিলরদের ভোটগ্রহণ চলে।

নির্বাচিত সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন (চেয়ার প্রতীক) পান ৩৭১ ভোট ও তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী লেকু (আনারস) ২৩০ ভোট।

অন্যদিকে নির্বাচিত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু (ফুটবল প্রতীক) পান ৩৩৩ ভোট ও তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহ্ আশরাফুল আলম ফকির (ছাতা) ২৬৫ ভোট।

ভোটাভুটি শেষে রাত পৌনে ৮টায় সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ ওয়ারেছ আলী মামুন ফলাফল ঘোষণা করেন।

সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারিক সম্মেলনে সভাপতিত্ব ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন উপস্থাপনা করেন।

উল্লেখ্য, প্রায় ১৬ বছর পর বহুল প্রতীক্ষিত এ সম্মেলন অনুষ্ঠিত হলো। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৭১ জন করে মোট ৬৩৯ জন কাউন্সিলর ছিলেন।

নবনির্বাচিত সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন উপজেলা যুবদলের বর্তমান আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক। তিনি সরিষাবাড়ী পৌরসভার মেয়র ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু একইসাথে জেলা বিএনপির সহ-দপ্তর হিসেবে দায়িত্ব পালন করছেন।