News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-07-12, 10:09pm

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ড. নজরুল ও ড. হাসনাত

inbound2596832101199616594-99b39fc26538d71afc54bff6a84116ab1752336585.jpg

সভাপতি হিসেবে ড. মো: নজরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল নির্বাচিত হয়েছেন।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ড. মো: নজরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।  

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, "পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখুক। দল-মত নির্বিশেষে সকলকে একত্রিত করে অ্যাসোসিয়েশন এগিয়ে যাক।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মালেক মাসুম শিক্ষক নিয়োগে অ্যালামনাই স্নাতকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষক নিয়োগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার চাই। আমাদের স্নাতকদের মেধা যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়ায়।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ড. মো: নজরুল ইসলাম খান (১৯৯৪-৯৫ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল নির্বাচিত হন। অর্থ সম্পাদক দুই বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক  ড. আবদুল্লাহ আল মমিন।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও ৫৬২ জন অ্যালামনাইসহ মিডিয়া প্রতিনিধিরা অংশ নেন।