News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-07-20, 7:56pm

শ্বেত পত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে- শিক্ষা উপদেষ্টার

শ্বেত পত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে।

inbound2901079079217435727-7ea0aedca02aa0ca262df96f0e044d0b1753019763.jpg

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন।


 শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন,  শ্বেত পত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে। শ্বেতপত্র থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো থেকে আলোচনার মাধ্যমে  অনেকগুলি বিষয় চিহ্নিত করা হয়েছে। সেগুলো আমাদের এ অল্প সময়ের মধ্যে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি। 

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় কালে তিনি এসবকথা বলেন । 

শিক্ষা উপদেষ্টা বলেন,  শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে সমস্যাগুলি চিহ্নিত করেছে তা তারা অনেক অংশীজনের সাথে আলোচনাক্রমে সমস্যা গুলি করেছেন তাই এগুলি অবশ্যই গ্রহণযোগ্য । শ্বেতপত্র প্রণয়ন কমিটির এ সকল স্থাপিত বিষয় ছাড়াও প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। প্রায়ই কোন না কোন ইস্যু তৈরি হচ্ছে, ইসুগুলি  উপদেষ্ট এবং সচিবগণের  সমাধান করতে হবে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। 

ড. আবরার বলেন, ইতিমধ্যে আমরা ইন্ডাস্ট্রির মালিকদের সাথে মতবিনিময় করেছি। তাদের মতামতগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। ইন্ডাস্ট্রিগুলো আমাদের কোর্সগুলি তাদের জন্য উপযোগী করে গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, তাতে তাদের প্রশিক্ষণের সময় বেঁচে যাবে বলে মতামত ব্যক্ত করেছে। আমরা এগুলো বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। 

তিনি বলেন, আমাদের সময় এসেছে, দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে আধুনিক বিজ্ঞান ভিত্তিক কারিগরি দক্ষতা সম্পন্ন দক্ষ মানুষ সম্পদ গড়ে তোলা। আজকের এ সভায় আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেলাম, ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা তুলতে আপনাদের প্রস্তাবনাগুলো আমাদের সহায়ক হবে। আমরা মাঠ পর্যায়ে এ সকল বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। আমাদের সচিবগণ এ বিষয়ে যথেষ্ট সচেতনতার সাথে কাজ করে যাচ্ছে। 

উল্লেখ্য যে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি মান সম্মত শিক্ষা, শ্রমবাজারের সাথে দক্ষ শ্রমিক তৈরি,  সরকারি ও বেসরকারি দুই খাতেই বিনিয়োগ বাড়ানো, কারিগরি শিক্ষা মাদ্রাসা শিক্ষা ও প্রবাসীদের জন্য কর্মসংস্থান মূলক শিক্ষায় মনোযোগ বাড়ানো এসব বিষয়ের উপর প্রস্তাবনা পেশ করেন । 

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, ড. খ ম কবিরুল ইসলাম, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ সদস্যবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানদগণ উপস্থিত ছিলেন।