News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-12-02, 7:06pm

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হলেন রাজু আহমেদ

screenshot_2025-12-02-18-56-46-80_99c04817c0de5652397fc8b56c3b3817-2932bc1e9393a517b65ee7f6551bf5e61764680795.jpg



আজকের প্রভাত ডেস্ক: তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ।

তিনি বর্তমানে দৈনিক জনবাণী পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বহুমুখী সাংবাদিকতা অভিজ্ঞতা, সংগঠন পরিচালনা দক্ষতা এবং তরুণদের পথনির্দেশনায় তাঁর ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি।

সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন—জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে রাজু আহমেদের দিকনির্দেশনা সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ক্যাম্পাস রিপোর্টিংয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় রাজু আহমেদ বলেন, তরুণ সাংবাদিকদের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে। তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উন্নয়ন ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব বৃদ্ধিতে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ সংগঠনের কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।