
পাবনা জার্নালিস্ট ফোরামের লোগো
ঢাকাস্থ পাবনা জার্নালিস্ট ফোরাম (পিজেএফ) জাতীয় প্রেসক্লাবে বুধবার (২৫ জুন) এক জরুরি সভা করেছে। সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েসকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাব-এডিটর মো. আফজাল হোসেন।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর অমিতাভ রহমান।
এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন খায়রুজ্জামান কামাল, গোলাম মওলা, মিজানুর রহমান সোহেল, অপূর্ব কুমার, আসাদুজ্জামান বিকাশ, আবিদা সুলতানা মুক্তা ও ওমর ফারুক।