News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-06-26, 9:27am

পাবনা জার্নালিস্ট ফোরামের সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

inbound186507418278154523-86bed1fa027382b8bcc8082eb41b7a941750908464.jpg

পাবনা জার্নালিস্ট ফোরামের লোগো


ঢাকাস্থ পাবনা জার্নালিস্ট ফোরাম (পিজেএফ) জাতীয় প্রেসক্লাবে বুধবার (২৫ জুন) এক জরুরি সভা করেছে। সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েসকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাব-এডিটর মো. আফজাল হোসেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর অমিতাভ রহমান।

এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন খায়রুজ্জামান কামাল, গোলাম মওলা, মিজানুর রহমান সোহেল, অপূর্ব কুমার, আসাদুজ্জামান বিকাশ, আবিদা সুলতানা মুক্তা ও ওমর ফারুক।