মুন্সীগঞ্জে নোভা ইলেক্ট্রনিক্স কোম্পানির উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে যাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখী গ্রামে নোভা গ্রীন হাউস প্রাঙ্গনে প্রায় ২হাজার দরিদ্র পরিবারের মাঝে দিনব্যাপি এসব যাকাতের কাপড় বিতরণ করা হয়। যাকাতের কাপড় বিতরণ শেষে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন নোভা ইলেক্ট্রনিক্স কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফারুক আহমেদ, পরিচালক মোঃ দিদার হোসেন এবং পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন শিলই ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী, ইউপি সদস্য হাকিম মাদবর ও পিয়ার হোসেন বেপারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খবর বিজ্ঞপ্তির
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।