ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গর্বিত বাবা ফাউন্ডেশনের’ অ্যাওয়ার্ড পেলেন ২৫ বাবা

Sumon Chowdhury
জুন ২০, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক: গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ জুন রোববার বাবা দিবসে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড-২০২৩’ সম্মাননা পেলেন ২৫ বাবা। রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। দেশে দ্বিতীয় বারের মতো গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ জন বাবাকে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড-২০২৩’ সম্মাননা দেয়া হয়েছে।রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে রোববার বাবা দিবসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এ ছাড়াও গেস্ট অফ অনার হিসেবে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ সরাফাত এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি কে গ্রুপের চেয়ারম্যান অমিও কুমার আগারওয়ালা, বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান এবং গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম (হেলাল)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সেক্রেটারি মেহেদী হাসান, সভাপতিত্ব করেন গর্বিত বাবা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগারওয়ালা। শিল্পী ওবায়দুল্লাহ তারেক বাবাকে নিয়ে গান পরিবেশন করেন। সকল বাবাদের নিয়ে বাবা দিবসের কেক কাটেন অতিথিরা। বাবাদের হাতে অ্যাওয়ার্ড এবং উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। এ বছর ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড-২০২৩’ অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা খন্দকার মসরুর রেজা, অনুপ্রেরণামূলক বক্তা সোলায়মান সুখনের বাবা আবদুল ওয়াদুদ, ফুড ব্লগার ইফতেখার রাফসানের বাবা মো. জাকারিয়া বখশ, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বাবা বজলুর রশীদ খান, চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী, উন্নয়নকর্মী আমেনা খাতুনের বাবা আমিনুল ইসলাম, নারী উদ্যোক্তা সাবিকুন নাহার মৌয়ের বাবা মো. আকবর হোসেন, লেখক ও কলামিস্ট হাবিবুল্লাহর বাবা খলিল উল্যা।
ব্যাংক কর্মকর্তা মো. রিয়াজুল হকের বাবা মো. মজিবর রহমান শেখ, করপোরেট লিডার এম. মাহবুবুর রহমানের বাবা মো. মজিবুর রহমান, ব্লগার বারিশ হকের বাবা নাজমুল হক, সমাজ সেবক ড. আদেলী এদিব খানের বাবা শাহনেওয়াজ খান, ফুটবলার মনিকা চাকমার বাবা বিন্দু কুমার চাকমা, অভিনেত্রী নুসরাত ফারিহা মাজহারের বাবা মো. মাজহারুল ইসলাম, বিজনেস অ্যানালিস্ট তাসিন মোহাম্মদ গাফফারের বাবা ফুটবলার আবদুল গাফফার, সংগীত শিল্পী হৃদয় খানের বাবা রিপন খান, ডাক্তার ফারহানা ইভা বিন্দুর বাবা এস এম আক্কাস, অভিনেতা সাইমন সাদিকের বাবা মো. সাদেকুর রহমান, সেনা কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আরব হোসেন, সাংবাদিক দীপ আজাদের বাবা নাজিম উদ্দিন আহমেদ, অসংখ্য পাঠাগারের প্রতিষ্টাতা মো. আসাদুজ্জামানের বাবা মো. আফজাল হোসেন।পিন্টারেস্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাগিব আহসানের বাবা মো. হামিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্রিনা রহমান পুষ্পের বাবা মো. হাবিবুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবীবের বাবা আব্দুর রশীদ, উন্নয়ন কর্মী আমেনা খাতুনের বাবা মো. আমিনুল ইসলাম এবং অধিকার সচেতন মহিউদ্দিন রনির বাবা মো. সেলিম হাওলাদার।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial