ঢাকাTuesday , 20 February 2018
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ৬৪ জেলায় ফোরজি সেবা চালু করল রবি ও এয়ারটেল

editor
February 20, 2018 5:44 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : একযোগে বাংলাদেশের ৬৪টি জেলায় রবি ও এয়ারটেল ব্র্যান্ড গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে ফোরজি মোবাইল সেবা চালু করলো দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়। গতকাল ফোরজি লাইসেন্স পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সেবাটি চালু করে অপারেটরটি।
মানসম্মত তরঙ্গ এবং গ্রাহক অনুপাতে প্রতিযোগীদের তুলনায় বেশি তরঙ্গ নিয়ে গ্রাহকদের সেরা ইনডোর কভারেজ, সেরা ইন্টারনেট স্পিড ও নিরবিচ্ছিন্নভাবে কভারেজ প্রদান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে রবি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে গ্রাহকরা ডেটা প্রডাক্টের বর্তমান মূল্যেই ফোরজি সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মালেশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ’র সচিব শ্যাম সুন্দর সিকদার এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন’র (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশন ও জাপানি দূতাবাসের প্রতিনিধি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ আমরা মোবাইল ওয়্যারলেস প্রযুক্তির চতুর্থ প্রজন্মে প্রবেশ করলাম। আইসিটি বিভাগের হাইস্কুল প্রোগ্রামিং কন্টেস্ট, নারীর ক্ষমতায়নে আইসিটি প্রশিক্ষণ বাস, দেশের বৃহত্তম অনলাইন এডকেশন প্লাটফরম টেন মিনিট স্কুলের সাথে যুক্তি রয়েছে রবি। সামনের দিনগুলোতেও ফোরজি প্রযুক্তি সাথে নিয়ে তথ্য-প্রযুক্তির প্রসারে রবি’কে পাশে পাব বলে আমাদের প্রত্যাশা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ’র সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, গতকাল চারটি মোবাইল ফোন অপারেটরকে আমরা ফোর জি লাইসেন্স দিয়েছি। আর রবি আজই ফোরজি সেবার উদ্বোধন করল। অন্যান্য টেলিযোগাযোগ অপারেটরের চেয়ে রবি এখানে ব্যতিক্রম। এজন্য রবিকে আমি অভিনন্দন জানাই। বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আজ থেকে চালু হলো ফোরজি সেবা। বিটিআরসি ফাইভ জি নিয়েও ভাবছে। আমাদের লক্ষ্য গ্রাহকদের ভাল মানের টেলিযোগাযোগ সেবা প্রদান করা। ফোর সেবা চালু করার জন্য আমি রবি ও রবি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আজ থেকে দেশে ফোরজি সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। আজ একটি ঐতিহাসিক দিন এবং এ দিনটির তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে একযোগে দেশের ৬৪টি জেলায় ফোরজি সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছি আমরা। ফোরজি সেবা চালুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পা রাখলো বাংলাদেশ। প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি তরঙ্গ নিয়ে আজ থেকেই গ্রাহকদের সেরা ফোরজি সেবা প্রদানের জন্য প্রস্তুত রবি। দেশে ফোরজি সেবা চালু করতে সহায়তার জন্য সরকারকে ধন্যবাদ। সরকারের সহায়তা নিয়ে ফোরজি’র অদম্য গতি কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব বলে আমাদের বিশ্বাস। তিনি আরো বলেন, বাংলাদেশে ফোরজি সেবা সফল করতে ফোরজি ডিভাইসের ওপর কর কমানো, ফোরজি অবকাঠামো পণ্যের ওপর শুল্ক কমানো, গ্রামীণ এলাকায় ফোরজি সেবা চালুর ক্ষেত্রে বিশেষ প্রণোদনা প্রদান, ভ্যাট নিয়ে সব ধরণের বিরোধের নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মতো একক লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয়গুলো সরকারের বিবেচনা করা উচিত।
ঢাকা ছাড়াও দেশের প্রতিটি বিভাগীয় শহরে একযোগে আনুষ্ঠানিকভাবে ফোরজি সেবা উদ্বোধন করেছে রবি। রবি জানায়, ৬৪ জেলায় ১ হাজার ৫০০ মোবাইল টাওয়ারকে ফোরজি সেবার দেয়ার জন্য তৈরি করা হয়েছে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial