ঢাকাবুধবার , ১৪ মার্চ ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

১৮ মার্চ থেকে চ্যানেল আইতে প্রতিদিন গ্রামের নাম শিমুলপুর

editor
মার্চ ১৪, ২০১৮ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক : চ্যানেল আইতে আগামী ১৮ মার্চ থেকে প্রচার হতে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত নতুন ধারাবাহিক নাটক ‘গ্রামের নাম শিমুলপুর’। পরিবার পরিকল্পনা বিষয়ক এই ধারাবাহিক নাটক প্রচার হবে সপ্তাহের
প্রতিদিনই। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ডা. কাজী মেস্তফা সারোয়ার, আইইএম ইউনিট পরিচালক ও আইইসি পরিচালক যুগ্ম সচিব সোলেমান খান, এক্সপ্রেশানস্ধসঢ়; লিমিটেড-এর হেড অব ক্রিয়েশন
অ্যান্ড সোস্যাল নাট্যব্যক্তিত্ব ত্রপা মজুমদার, চ্যানেল আই-এর প্রোগ্রাম বিভাগের জেনারেল ম্যানেজার আমীরুল ইসলাম, নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন, ধারাবাহিকের পরিচালক জর্জিস বাশার, নাটকের কলাকুশলী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও চ্যানেল আই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এ ধারাবাহিক নাটকে নানারকম পরিবার পরিকল্পনা সেবা, বাল্যবিবাহ, অকাল গর্ভধারণ, প্রজনন স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরীদের সংশ্লিষ্ট পরামর্শসহ নানা স্বাস্থ্যসেবা বিষয়ে আলোকপাত করা হয়েছে। উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে জনসাধারণকে সচেতন করাই এই
নাটকের মূল লক্ষ্য। ধারাবাহিক নাটক ‘গ্রামের নাম শিমুলপুর’ প্রচারিত হবে শুধু চ্যানেল আইয়ের পর্দায় প্রতি রবি, বুধ, শুক্র ও শনিবার বিকেল ৫.৩০ মিনিটে, প্রতি সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা
৬.৩০ মিনিটে। এক্সপ্রেশানস্ধসঢ়; লিমিটেডের তত্ত্ধসঢ়;বাবধানে নির্মিত এই ধারাবাহিকে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, মৌসুমি হামিদ, শাহেদ শরীফ খান, মাজনুন মিজান, তাজিন আহমেদ, শামিমা তুষ্টি, বড়দা মিঠু প্রমুখ।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial