News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-08-16, 5:49pm

বাজিতপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সংকট সমন্বয় ছাড়া একতরফা সম্মেলনের তীব্র প্রতিবাদ

e7a4b7e0-308c-4cf8-bcda-1f0fa80aadeb-e12bbe1e938541ddffa04fb9aefe24861755344942.jpeg


মোঃ আব্দুস ছলিম, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বাজিতপুর উপজেলা বিএনপির আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরে তীব্র সংকট দেখা দিয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বাজিতপুরে এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির একাংশের শীর্ষ নেতারা অভিযোগ করেন, জেলা বিএনপি সমন্বয় ও আলোচনা ছাড়াই একতরফাভাবে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে, যা দলের ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কাজল ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জলিল, কিশোরগঞ্জ জেলা যুবদলের  সহ-সভাপতি এড. শাহ আলম প্রমুখ।

বক্তারা জানান, ২০২০ সালের মার্চ মাসে শেখ মুজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে ৮১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠনে আহ্বায়ক কমিটি ব্যর্থ হলে কেন্দ্র থেকে নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিধান রয়েছে। তাদের দাবি, বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, ফলে এটি অবৈধ।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ৫ জুলাই ঘোষিত কাউন্সিলের তারিখ তারা প্রতিবাদ করায় কেন্দ্রীয় সমন্বয়ক হাবিব-উন-নবী খান সোহেল সেটি স্থগিত করে উভয় পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয়—সব ইউনিয়নের পকেট কমিটি বাতিল করে সমন্বিতভাবে নতুন ইউনিয়ন কমিটি গঠন, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ এবং এরপর কাউন্সিল আয়োজন করা হবে। এ জন্য উভয় পক্ষ খসড়া তালিকাও জেলা বিএনপির কাছে জমা দেন।


তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা বিএনপি নতুন ইউনিয়ন কমিটির কপি তাদের না দিয়ে এবং আলোচনা না করেই পুনরায় ২০ আগস্ট সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। এমনকি মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির অধীনে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

নেতারা বলেন, “এভাবে একতরফা সম্মেলন আয়োজন হলে তা দলের ঐক্য নষ্ট করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবে। আমরা চাই, সমন্বয়ের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে কাউন্সিল হোক, যেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতারা অংশ নিতে পারবেন।”

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় সমন্বয়ক এবং জেলা নেতাদের প্রতি আহ্বান জানান, বাজিতপুরে বিবাদমান সব পক্ষকে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল আয়োজন করতে।

সাংবাদিক সম্মেলন শেষ করে নেত্রীবৃন্দরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক সম্মেলন সমাপ্তি করেন।