News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-11-16, 9:10pm

হাবিপ্রবিতে ইসিই ক্লাবের ভিপি হৃদয়, জিএস ইমরান

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781763305856.jpg


মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্লাবের ভিপি হিসেবে অত্র বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী  মেহেদী হাসান হৃদয় এবং জিএস হিসেবে অত্র বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী  আল ইমরান নির্বাচিত হয়েছেন। 

আজ রবিবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এবং অত্র বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার এবং অত্র বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

পদাধিকার বলে অত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.  মো. মেহেদী ইসলাম সভাপতির দায়িত্ব পালন করবেন। 

রেজিস্ট্রার পদে ইরফান আহমেদ নাভিল,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আফলুর রশিদ বিপন,সাংগঠনিক সম্পাদক পদে মো. রাফিউল ইসলাম রিফাত এবং  প্রচার সম্পাদক পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। অত্র বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন  ট্রেজারারের দায়িত্ব পালন করবেন। বাকি পদগুলোতে অন্যান্যরা নির্বাচিত হয়েছেন। 

নবনির্বাচিত ভিপি মেহেদী হাসান হৃদয় বলেন, ইসিই ক্লাব অব এইচএসটিইউ এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ ও গর্বিত। সহপাঠী, জুনিয়র ও শিক্ষকদের আস্থা আমাকে আরো দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা দিচ্ছে। এই ক্লাবকে একটি প্রযুক্তিনির্ভর, সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক সংগঠনে রূপ দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।আমরা সবাই মিলে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে গবেষণা, উদ্ভাবন, নেতৃত্ব ও সাংস্কৃতিক বিকাশ সমানভাবে গুরুত্ব পাবে। শিক্ষার্থীদের কল্যাণ, ইভেন্ট ব্যবস্থাপনা এবং শিল্প-শিক্ষা সংযোগকে আরও শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, দলগত প্রচেষ্টা ও সবার সহযোগিতায় আমাদের ক্লাব আরো ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ হয়ে উঠবে।