
মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদে পানির নতুন ফিল্টার স্থাপন করা হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪: ৩০ টায় কবি কাজী নজরুল ইসলাম ভবনের বিজনেস স্টাডিজ অনুষদে অত্র অনুষদের ডিন প্রফেসর মামুনার রশিদ পানির নতুন ফিল্টারটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন একাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর রাফিয়া আকতার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহানাজ পারভীন এবং
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম। এছাড়াও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূর্বে উক্ত অনুষদের শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদে সুপেয় পানির ফিল্টার, ক্যাফেটেরিয়া এবং স্যানিটারী ন্যাপকিনের ভেন্ডিং মেশিন চেয়ে আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে অত্র অনুষদের ডীন তা বাস্তবায়নের জন্য আশ্বস্ত করেন। তারই প্রেক্ষিতে উক্ত পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের এই যৌক্তিক চাওয়াকে সম্মান জানিয়ে অত্র অনুষদের মার্কেটিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আমান কুমার আগারওয়ালা তাদের নোহা গ্রুপের পক্ষ থেকে অনুষদে পানির ফিল্টার উপহার দেন। এতে শিক্ষকেরা উক্ত প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মামুনার রশিদ বলেন, শিক্ষার্থীরা পূর্বে আমাদের কাছে তাদের কিছু চাহিদার বিষয় জানিয়ে আবেদন করেছিলো। আমরা সেই বিষয় বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলাম এবং তাদেরকেও এই বিষয়ে কাজ করতে বলেছিলাম। মার্কেটিং বিভাগের আমান কুমার একটি পানির ফিল্টার উপহার দিয়েছে। নিঃসন্দেহে এটি অনেক প্রশংসনীয়। এভাবে অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীরা এগিয়ে এলে আরো ভালো কিছু করা সম্ভব।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম বলেন, শিক্ষার্থীরা ডিন মহোদয় বরাবর আবেদন করেছিলেন। তার প্রেক্ষিতে আমরা তাদেরকে পানির ফিল্টার ম্যানেজের জন্য বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করতে বলেছিলাম। পরবর্তীতে তাদেরই এক বন্ধু আমার বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আমান কুমার আগারওয়ালা পানির ফিল্টারটি দিয়েছে। তাকে এবং তার কোম্পানিকে অনুষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
মার্কেটিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী নাঈম ইসলাম সংগ্রাম বলেন, আমরা জানি পানির অপর নাম জীবন। দীর্ঘদিন যাবৎ আমাদের অনুষদে সুপেয় পানির অভাব ছিল। সেই অভাববোধ থেকে আমরা অনুষদের সম্মানিত ডিন বরাবর পানির ফিল্টার, ক্যাফেটেরিয়া এবং নারীদের স্যানিটারী ন্যাপকিনের ভেন্ডিং মেশিন চেয়ে আবেদন করি।আমাদের আবেদনকে মাননীয় ডিন স্যার ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন। সেইসাথে তিনি আমাদেরকেও চেষ্টা করার পরামর্শ দেন। পরবর্তীতে আমরা আমাদের বন্ধু আমান কুমার আগারওয়ালার সাথে কথা বলি।সে আমাদের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়ে অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দের ইতিবাচক কাজকে সহজ করার জন্য একটি পানির ফিল্টার উপহার দেওয়ার আশ্বাস দেন। যা আজ বাস্তবে রূপ পেলো। পানির ফিল্টার স্থাপনের মাধমে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থীরা এবং কর্মচারীরা সুপেয় পানি পান করতে পারবেন। আমাদের অনুষদের সম্মানিত ডিন প্রফেসর মামুনার রশিদ স্যার,মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম স্যার,বন্ধু আমান কুমার আগারওয়ালা এবং তার নোহা কোম্পানি ধন্যবাদ না দিলেই নয়।তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ফাহমিদ তানজিম ফাহিম বলেন, আমাদের অনুষদে পানি পানের জন্য সুপেয় পানির যথেষ্ট অভাব ছিল। সেই অভাববোধ থেকে সংগ্রাম ভাইয়ের সাথে যোগাযোগ করি।পরবর্তীতে তিনি সহ অন্যান্য সিনিয়র ভাই আমার আরো বন্ধুরা মিলে আমরা সম্মানিত ডিন স্যার বরাবর আবেদন করি। স্যার আমাদের আবেনটি আমলে নিয়ে তা বাস্তবায়নের আশ্বাস দেন। আজকে সেই নতুন পানির ফিল্টারের উদ্বোধন হলো। ডিন স্যার,মার্কেটিং বিভাগের চেয়ারম্যান স্যার সহ অন্যান্য শিক্ষক এবং আমান কুমার ভাই ও তার কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি।