
আজকের প্রভাত ডেস্ক: ২২ নভেম্বর ২০২৫ তারিখ আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সভাকক্ষে ঝিনাইদহ অফিসার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৭ বর্ষের জন্য ৫টি পদে সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব, সিনিয়র সহসভাপতি ১, অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ উপাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিনিয়র সহসভাপতি -২, মোঃ কামরুল আলম, অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ, সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় জন, কোষাধ্যক্ষ, এসএম খালিদ সাইফুল্লাহ, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর সর্বসম্মতিক্রমে নির্বাচন করা হয়। নির্বাচিত সদস্যগণ আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।