News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-11-25, 7:47pm

খাবারের সাথে সাথে স্টাপলার পিনও পাওয়া যাচ্ছে হাবিপ্রবি সংলগ্ন সাদিক হোটেলে

1000015874-ba55e27cb58e91f45a58d5848d8169841764078452.jpg


হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাদিক হোটেলে খাবারের সাথে স্টাপলার পিন পাওয়া গিয়েছে। 

আজ সোমবার (২৪ নভেম্বর) আনুমানিক রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। অত্র বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের (২০ ব্যাচের) শিক্ষার্থী নাঈম ইসলাম সংগ্রাম ভাত খাওয়ার সময় এ ঘটনাটি ঘটেছে। 

নাঈম ইসলাম সংগ্রাম অভিযোগ করে বলেন, আজ ১০ টা ১০ মিনিট আন্দাজ সাদিক হোটেলে আমি আর আমার বন্ধু প্রিয় খাবার খেতে যাই। প্রিয় খাবার পার্সেল চায় আর আমি সবজি দিয়ে ভাত খাচ্ছিলাম।

ভাত খাওয়ার শেষভাগে হঠাৎ মুখের ভিতর মাছের কাটার মতো কিছু একটা অনুভূত হয়। হাত দিয়ে চাবানো ভাত সহ বের করে দেখি স্টাপলার পিন।যা আমাকে রীতিমতো অবাক করে তোলে। প্রিয়কে বিষয়টি দেখায় সেও অবাক হয়। একই টেবিলে আরো দুইজন খাবার খাচ্ছিলেন তাদেরকেও বিষয়টি দেখায়। ওনারাও এমন পরিস্থিতি দেখে হতভম্ব হোন।সাদিক ভাইকে ডাক দিয়ে বিষয়টি দেখায় এবং বলি ভাই এটা কেমন কথা খাবারের মাঝে স্টাপলার পিন বের হলো।  তখন তিনি বলেন, ভাতটা পরিবর্তন করে দিচ্ছি। আমি বলি ভাত পরিবর্তনের বিষয় তো বড় কথা না ভাই।  এটা যদি আমার মুখের ত্বকে ক্ষতের সৃষ্টি করতো,বা অজান্তে পেটের মধ্যে যেতো তখন কি হতো।তখন তিনি বলেন, এটি তো এখানে আসার কথা না কিভাবে যে আসলো। 

ভুক্তভোগী শিক্ষার্থী আরো বলেন,  হোটেলটিতে এর পূর্বেও পোকা পাওয়া গেছে। আজকে আমি নিজেই স্টাপলার পেলাম যা ছিল অত্যান্ত অনাকাঙ্ক্ষিত। আশা রাখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর  প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। আমি মৌখিকভাবে সহকারী প্রক্টর প্রফেসর ড.  আবুল কালাম স্যারকে জানিয়েছি।আগামীকাল লিখিত অভিযোগ জানাবো।বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন। আশা রাখছি বিষয়টি ওনারা গুরুত্ব সহকারে দেখবেন। 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, আমরা ভাত খাচ্ছিলাম। হঠাৎ দেখি উনি মুখ থেকে খাবার বের করলেন এবং সেখানে স্টাপলার বের হলো।সাদিক ভাইকে ডাকা হলো কিন্তু উনি বিষয়টি ভ্রুক্ষেপ না করে বললেন এমন হতেই পারে। কিন্তু  এটা তো  একটা সিরিয়াস বিষয়। পিনটি ওনার শ্বাসনালিতে আঁটকে যেতে পারতো বা পেটের মাঝে গিয়ে হজমও না হতে পারতো। যেকোনো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহর রহমে সেটা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত হবে বিষয়টি তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এর আগেও অনেকবার পোকা পাওয়া গেছে।কিন্তু কোনো ব্যাবস্থা নিতে দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে সাদিক হোটেলের মালিক সাদিক বলেন, কি আর বলবো।আমার কোনো বক্তব্য নেই। স্টাপলার পিন তো এখানে আসার কথা না কিভাবে যে আসলো।হয়তো চাউলের মধ্যে ছিল। আমি পরে বসে ঠিক করে নিবো।