News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-11-25, 11:12pm

বিসিএসের যৌক্তিক সময় চেয়ে রাস্তা আঁটকে হাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন


মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি: ৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় চেয়ে আন্দোলন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৪৭ তম বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪: ৩০ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে তারা এ আন্দোলন করেন। এতে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, প্রতিটি বিসিএস পরীক্ষায় দেখেছি ৬ মাস করে সময় দেওয়া হয়েছে। আমাদের সময় মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। এত অল্প সময়ে কোনোভাবেই সিলেবাস শেষ করে প্রস্তুতি নেওয়া সম্ভব না। আমরা আগে থেকেই পরীক্ষার জন্য যৌক্তিক সময় চেয়ে আন্দোলন করছিলাম। আমাদের কথা মেনে নেওয়া হয়নি। আমাদের ভাইয়েরা ঢাকায় আন্দোলন করছে।তাদেরকে পুলিশ প্রহার করেছে। সারা বাংলাদেশে আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছি। আমরা পিএসসির চেয়ারম্যান স্যারকে বলতে চাই, আপনি আমাদের রক্তের ওপর বসে আছেন। ৫ আগস্টের পূর্বে আপনি ঐ চেয়ারে বসতে পারেন নাই। সুতরাং আপনি আমাদের যৌক্তিক সময় দিবেন। আমরা পড়াশোনা করতে চাই।আমরা পড়াশোনা করে একটা ভালো পরীক্ষা দিতে চাই।

এক, দুই, তিন, চার পিএসসি তুই স্বৈরাচার; সবাই পাবে ৬ মাস,আমরা পাবো দুই মাস; জুলাইয়ের অঙ্গীকার, ভুলে গেলে কোন ধারায়; রক্তের বন্যায়,ভেসে যাবে অন্যায় এমন শ্লোগান দিতে থাকেন আন্দোলনে অংশ  নেওয়া শিক্ষার্থীরা।