News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-06-23, 5:54pm

আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ কোস্ট গার্ড এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স পেশাদারিত্ব ও অভিন্ন সংকল্পের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

inbound8324632655861846534-4825d6598e8b4bc2b5fd312d6159905b1750679680.jpg

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


২৩ জুন ২০২৫ তারিখ সোমবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর সফর করেন অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার এবং জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্স (JATF), অপারেশন সোভেরিন বর্ডারস (OSB) এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধিদল।

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বিকাশে দুই দেশের যৌথ অংশীদারিত্বকে আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকান্ড রোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ ও কৌশলগত সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন এ লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স পেশাদারিত্ব ও অভিন্ন সংকল্পের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক জানান, অস্ট্রেলিয়ার সহায়তায় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বাহিনীর কার্যকারিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ হতে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানানো হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থে গঠিত অংশীদারিত্বের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের মৈত্রী দীর্ঘজীবী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ কোস্ট গার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিগণ।