News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-06-23, 7:31pm

সরিষাবাড়ীতে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা আটক ৩

img-20250623-wa0007-fc34480df746bc767438e9dd6cdc398c1750685487.jpg




স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীতে ১২ বছরের কিশোরীকে কয়েকদিন পালাক্রমে ধর্ষণ করেছে তিন বন্ধু।

ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

এ ঘটনায় সোমবার (২৩ জুন) বিকেলে মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতদের মধ্যে উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মৃত ইদ্রিস তালুকদারের ছেলে লিটন তালুকদার (৫৫) ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এছাড়া অন্যরা হলো তার দুই সহযোগী একই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মো. সেলিম (২৩) ও তারা মিয়ার ছেলে কবির মিয়া (২৮)।

মামলা ও যৌথবাহিনী সূত্র জানায়, কুমারপাড়া গ্রামের জনৈক কিশোরীকে একই গ্রামের মৃত দুলালের বখাটে ছেলে মো. শাহিন গত ১৪ জুন দুপুরে ফুসলিয়ে তার ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একইভাবে পরপর চারদিন  মেয়েটিকে ধর্ষণ করলে একপর্যায়ে তার বন্ধু আলা উদ্দিনের ছেলে মো. পারভেজ জেনে ফেলে। পরে এ ঘটনা সবাইকে বলে দেওয়ার ভয় দেখিয়ে ১৭ জুন বিকেলে ওই মেয়েকে পারভেজও জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়টিও জেনে ফেলে তাদের অপর বন্ধু একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. লাভলু। ১৯ জুন দুপুরে অসহায় মেয়েটিকে তার বাড়িতে একা পেয়ে ৬ষ্ঠবারের মতো ধর্ষণের চেষ্টা চালায় লাভলু। ওইদিন ধৈর্যের বাধ ভেঙে যাওয়া  মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে লাভলু পালিয়ে যায়।

ধর্ষিতা কিশোরীর মা অভিযোগ করেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। গত রবিবার (২২ জুন) রাতে আপোষ-মীমাংসার কথা বলে লিটন তালুকদারের নেতৃত্বে বৈঠক বসিয়ে এ ঘটনা গোপন রাখতে চাপপ্রয়োগ করা হয় আমাদেরকে।

পরে তারাকান্দি সেনাক্যাম্পে অবরুদ্ধ আমরা খবর দিলে রাত ১১টার দিকে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে অভিযান চালিয়ে যৌথবাহিনী তিনজনকে আটক করে।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ধর্ষিতার মা বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।